দশ হাজার টাকা মাইনে পায় নি বলে ছেড়ে চলে যায় প্রেমিকা, আর আজ সেই ধর্মেশ

Uncategorized

“A person’s a person, no matter how small.”
.
দশ হাজার টাকা মাইনে পায় নি বলে ছেড়ে চলে যায় প্রেমিকা, আর আজ সেই ধর্মেশ …
.
দশ হাজার টাকা বেতন না পেলে মেয়েটি তাকে ছেড়ে চলে যাবে বলে পণ করেছিল। খুবই গরিব পরিবারের সেই ছেলেটি মাত্র ৮০০ টাকার একটা ঠুনকো চাকরি করতো। সুন্দরী প্রেমিকার এমন কথা শুনে ছেলেটা টালমাটাল হয়ে পড়ে। প্রেমিকার পণে তার মাথা ঘুড়ে যায়। তারপর…তবুও ছেলেটি তার ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য প্রানপণ চেষ্টা করল। কিন্তু এক মাসে দশ হাজার টাকা বেতন সংগ্রহ করতে সে ব্যর্থ হয়। আর্থিক সমস্যা তে ও জর্জরিত সে, পারিবারিক অবস্থা খুবই খারাপ, দুবেলা-দুমুঠো খাবার জুটত না ঠিকভাবে । কিন্তু সে লড়াই থেমে রাখেনি, ১০ হাজার টাকা ইনকাম করতে না পারায় ভালোবাসা নামক নিষ্ঠুর খেলায় তার পরাজয় ঘটে।
মেয়েটিও বুদ্ধি খাটিয়ে পয়সা ওয়ালা এক ছেলের গলায় ঝুলে পড়ে মেয়েটি। জীবন সর্বস্ব মানা সেই প্রেমিকার বিয়ের খবর যায় গরিব ছেলেটির কাঁনে। সেদিন পৃথিবী সাক্ষী হয় নতুন এক হৃদয় ভাঙনের গল্পে।
.
কিন্তু কে জানত এই ছেলেটি এই ভাবে ঘুরে দাঁড়াবে ?ছেলেটি খুব কষ্ট পায়। তার বুকে সেদিন বেদনার রক্তক্ষরণ হয়। সেদিন বুক চাপড়ে ছেলেটি আকাশ পানে তাকিয়ে চিৎকার করে বলেছিল।’টাকা তুমি প্রমাণ করলে তুমি ভালোবাসার উর্ধ্বে’।
সেদিনের গরিব ছেলেটির নাম ‘ধর্মেশ ইয়েলান্দে’। ভারতের বিক্ষাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। জীবনের সবকিছু দিয়ে শেষ চেষ্টা করে, ডান্স ইন্ডিয়া ডান্স মঞ্চে তার নাচ দিয়ে গোটা দেশবাসীর মন জয় করে নেয় সে। তার পুরনো দিনের এই ছবিটি দেখলে বুঝতে পারবেন যে সে বাস্তব জীবনে ঠিক কেমন ছিল তখন…
.
ভারতে যত গুনি নৃত্যশিল্পী আছে তার মাঝে সে একজন। বর্তমানে তার মাসিক আয় দশ লক্ষ টাকার উপর। বিভিন্ন টেলিভিশনের ডান্সের show গুলিতে আপনারা তাকে অবশ্যই দেখে থাকবেন জাজ হিসাবে। তার জীবন সংগ্রামের কাহিনী আজও প্রেরণা’ দেয় হাজার হাজার মানুষকে।
.
#remember
Winers never quit
quiters never win💪💪
.
“If at first you don’t succeed, try, try again. Then quit. No use being a damn fool about it.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *