দেবোত্তর সম্পত্তি রক্ষায় সব ধর্মের মানুষের একাত্মতা প্রকাশ

Uncategorized

ব্রেকিং নিউজ….
দেবোত্তর সম্পত্তি রক্ষায় সব ধর্মের মানুষের একাত্মতা প্রকাশ…..
এবার শত কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি রক্ষায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত  আইভি এবং তার পরিবারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের অনশণ কর্মসূচিতে সব ধর্মের নেতাকর্মীরা একাত্বতা প্রকাশ করেছেন। অনশন কর্মসূচিতে সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে নারায়ণগঞ্জের প্রায় সকল শ্রেণি পেশার প্রতিনিধিরা।  নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের  এই দাবীর প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করে সেখানে যোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রায় দেড় ডজন কাউন্সিলর, জাতীয় ভিত্তির ৪টি ব্যবসায়ীক সংগঠনের নেতারা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা, জেলা আইনজীবী সমিতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ শিক্ষক সমিতি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ ৬টি সাংবাদিক সংগঠন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর জাতীয় পার্টি, জেলা ও মহানগর জাসদ, ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটিসহ নানা সংগঠন।  গতকাল বুধবার দুপুরের আগেই নারায়ণগঞ্জ  নগরীর চাষাড়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা সমবেত হতে থাকেন। পরবর্তীতে এই প্রতিবাদী কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে সব ধর্মের মানুষ এবং উল্লেখিত সংগঠনগুলো হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দেন।

(নিলয় চক্রবর্তী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *