ধর্মান্তরিত হলে কি পিতার সম্পত্তিতে অধিকার থাকবে?

Uncategorized
ধর্মান্তরিত হলে কি পিতার সম্পত্তিতে অধিকার থাকবে?
ধর্ম মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয়। বাংলাদেশের সংবিধান, আইন ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী একজন ব্যক্তির পক্ষে যেকোন ধর্মকে বিশ্বাস ও পালন করার পূর্ণ অধিকার রয়েছে। ধর্ম বিশ্বাস পরিবর্তন হতেই পারে মানুষের। ধর্মান্তর হওয়াটা অন্যায় নয়। পছন্দের ধর্ম গ্রহণ ও পালন মানবাধিকারভুক্ত এবং আইনসম্মত। সুতরাং ধর্মান্তরিত হলে পিতার সম্পত্তিতে সন্তান অধিকার পাবে না – এমন আইন কখনই হতে পারে না। হলেও দ্রুতই তার বিরুদ্ধে রিট হবে। সংবিধান ও প্রচলিত আইনের বিরুদ্ধে যাওয়ায় অত্র পারিবারিক আইন সংশোধন হবেই। 
ধর্মান্তরিত হলেও মা-বাবার সন্তান সন্তানই থাকে। সে তার প্রাপ্য অধিকার পাবেই। ত্যাজ্য সন্তান বলে আইনসম্মত কোন টার্ম নেই। বায়োলজিক্যাল সন্তান তার পিতার সম্পত্তিতে দাবি করতেই পারে, এবং আইন সেটাকে অবশ্যই সমর্থন করবে। 
ধর্মে আস্থা-অনাস্থা বা যেকোনো ধর্মকে বেছে নেয়ার অধিকারের সাথে উত্তরাধিকারকে জড়িত করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। এটা জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের (১৯৪৮) সাথে সাংঘর্ষিক। হিন্দু পারিবারিক আইনে ধর্মান্তরের শর্তের অংশ সংবিধানপরিপন্থী। সুতরাং আজ বা কাল এই অংশটুকু যৌক্তিক কারণেই বাদ দেওয়া হবে। তারপর হিন্দুরা বসে বসে আঙুল চুষবেন।
অতএব, ধর্মান্তরিত হলে সম্পত্তি পাবে না বলে শর্ত যোগ হওয়ায় যারা খুশিতে আত্মহারা হয়ে এই আইনকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, তাদের খুশি বেশিদিন থাকবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *