ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি কোনো মানুষকে হিংসা করেন!

Uncategorized
যদি ধর্মীয় বিশ্বাসের কারণে আপনি কোনো মানুষকে হিংসা করেন অথবা মানবজাতির কোনো অংশের প্রতি মনে মনে বিদ্বেষ পোষন করেন, তাহলে এর তিনটি সম্ভাব্য কারণ থাকতে পারে।
১. আপনি যে ধর্মীয় শিক্ষা বা বিশ্বাস গ্রহণ করেছেন তা খারাপ শিক্ষা। 
অথবা, 
২. ধর্ম ঠিক আছে, কিন্তু আপনি সঠিক ধর্মীয় শিক্ষা গ্রহণ করেননি। আপনি হিংসার শিক্ষা নিয়েছেন- যেটা আপনার ধর্মের শিক্ষা নয়। 
অথবা, 
৩. ভিন্নধর্মের কোনো ব্যক্তির বা ব্যক্তিবর্গের হিংসা, বিদ্বেষ বা খারাপ আচরণের কারণে আপনার মনের মধ্যে সেই ধর্মের মানুষ সম্পর্কে হিংসা ও বিদ্বেষের মনোভাব তৈরি হয়েছে। যদি বাইরের কারণেও আপনার মনের মধ্যে মানবজাতির কোনো অংশের বিরুদ্ধে হিংসার জন্ম হয়, তবে তা যেভাবেই হোক, আপনি একজন বিকৃত চিন্তার মানুষ হয়ে গেছেন।
এই তিনের মধ্যে কোনটি আপনার জন্য প্রযোজ্য তা মানুষ হিসেবে আপনাকেই উপলব্ধি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *