ধর্ম কাকে বলে??ব্যাখাসহ?

Uncategorized
ধর্ম কাকে বলে??ব্যাখাসহ?
🌿আমাদের ধর্মকে জানতে হলে আগে ধর্মের আধার কি সেটা জানতে হবে।ধর্মের ৫ টি আধার কি সেটা জানতে হবে।ধর্মের ৫ টি আধার যথা-জ্ঞান,প্রেম, ন্যায়, সমপর্ণ, ধৈর্য্য এই ৫টি কে ধারন করতে পারলেই আত্মদর্শন হয়। ধর্মকে ধারন করতে হলে এই ৫টি গুন অর্জন করতে হবে।
(১) জ্ঞান বুদ্ধিকে স্থির রাখে। 
(২) ধৈর্য মনকে স্থির রাখে।
(৩)প্রেম হ্নদয়কে স্থির রাখে।
(৪) সর্মপন সমস্ত আবেগকে শান্ত করে।
(৫) ন্যায় আত্মাকে স্থির রাখে।
কোনো ব্যাক্তি যদি এই ৫টি আধার ধারন করে তখন সেই ব্যক্তির মন করুনায় ভরে যায় থাকে প্রকৃত ধর্ম বলে।এই ৫ টি গুন যে অর্জন করতে পেরেছেন সেই নিজেকে জানতে পেরেছেন, নিজের স্বরুপকে চিনতে পেরেছেন।
প্রত্যেকেই ঈশ্বেরর অংশস্বরূপ হয় কিন্তূ তা আমরা অনেকেই জানতে পারি না।কারন আমরা সকলেই মোহাচ্ছন্ন হয়ে আছি মায়ার দ্বারা।এই ৫ টি গুন নিজের মধ্যে ধারন করতে পারলেই আমরা ধর্মকে বুঝতে পারবো।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
জয় নিতাই গৌরাঙ্গ🌺🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *