নওমুস‌লিম|| রাও ফরমান আলী || A cold blooded killer.

Uncategorized

নওমুস‌লিম|| রাও ফরমান আলী ||
A cold blooded killer.

ব্রাহ্মণ পরিবার থেকে ধর্মান্তরিত মুসলিম রাও ফরমান আলী প্রতিহিংসাবশে একই পন্থায় পূর্ব বাংলাকে বাঙালিত্ব শূণ্য করার ব্যর্থ চেষ্টা চালিয়েছি‌লেন। রাও ফরমান আলী আর ১০ জন পাক অফিসারের মত ছিলেন না। আপাতচোখে এই নিপাট ভদ্রলোকটি ছিলেন প্রকৃতপক্ষে এক ঠাণ্ডা মাথার নৃশংশ খুনী।এদেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মাস্টারমাইণ্ড ছিলেন এই ব্যাক্তিটি।

১৩ ডিসেম্বর গভর্নর ভবনে যখন বিমান হামলা হয়, দিশেহারা রাও নিজ হাতে লেখা নোটবই ও হিটলিস্ট অফিসের ড্রয়ারে ফেলে পালিয়ে যান।যা স্বাধীনতার পরে মিত্রবাহিনী উদ্ধার করে।লিস্টের কালোতালিকাভুক্তদের কয়েকজন ছিলেন শহীদ।

স্বাধীনতার দুদিন পুর্বে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে রাও ফরমান আলী পূর্বদেশের স্টাফ রিপোর্টার আলবদর কমাণ্ডার চৌধুরী মইনুদ্দিন,নিজামী ,আশরাফসহ কয়েকজন শীর্ষ জামায়াত নেতাকে তার অফিসে ডেকে তাদের কাছে তার বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বুঝিয়ে দেন।এর একটিই মাত্র লক্ষ্য ছিলো, দেশ যাতে মেধাশুণ্য হয়ে পড়ে।আর স্বাধীনতা পেলেও যাতে কোনদিন মাথা তুলে দাড়াতে না পারে।পরের দুদিন কার্ফিউ জারি করা হয়।আর সেই কার্ফিউর সূযোগে এদশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে রায়েরবাজার বধ্যভুমিতে নৃশংসভাবে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *