নানান রকম চিঠি আসে
নানান রঙের খামে
প্রাপক থাকে ডানদিকে তার
প্রেরক থাকে বামে।
দেশে তখন যুদ্ধ ভীষণ
এদিক সেদিক গোলা,
বলছি কথা একাত্তরের
যায় না যাকে ভোলা।
বন্ধ হঠাৎ গোলাগুলি
বন্ধ প্যারেড পিটি
লাল সবুজের খামে এলো
অবাক করা চিঠি।
চিঠির ভেতর লেখা আছে
শুধুই একটা কথা
‘এই নে স্বাধীনতা’।
চিঠির প্রেরক ভাইয়া, বাবা
প্রাপক পুরো দেশ
এক বাক্যে চিঠি শুরু
এক বাক্যেই শেষ।
রোমেন রায়হান