নীরু ভাই নাকি খুব চালাক।

Uncategorized

নীরু ভাই  নাকি খুব চালাক। যেমন——–
(1) নীরু ভাই  একবার ব্যাঙ্কে গেছে সেভিংস্ অ্যাকাউন্ট খুলতে। ফর্ম নেওয়ার পর সেটা ফিল-আপ করতে তিনি  গেলেন ঢাকা।  কেন জানেন? ফর্মে লেখা ছিল “ফিল-আপ ইন ক্যাপিটাল”।
(2) একদিন রাতে নীরু ভাই একটি টিউব লাইটের নিচে উপর দিকে মুখ করে হাঁ করে দাঁড়িয়ে আছে। কেন জানেন? কারন তার ডাক্তার Nurul Amin  ভাই বলেছেন রাতের খাবার যেন অবশ্যই লাইট হয়।
(3)  একদিন নীরু ভাইকে   একজন জিজ্ঞেস করলো, বলোতো নীরু  মুরগী আগে না ডিম আগে? সঙ্গে সঙ্গে নীরু ভাই  উত্তর দিলো, যেটা তুমি আগে অর্ডার দেবে। 
(4) বলুন তো কি ঘটেছিল যখন নীরু ভাইয়ের বউয়ের যমজ বাচ্চা হয়? নীরু ভাই  সারারাত ঘুমাতে পারেনি এই ভেবে যে ২য় বাচ্চাটির বাবা কে?
(5) একবার এক ইন্টারভিউয়ে ম্যানেজার নীরু ভাইকে  প্রশ্ন করলেন, বলোতো এমন একটা ইংরাজি শব্দ যাতে 100 টি লেটার আছে। নীরু ভাই  কি বলেছিল জানেন? “POSTBOX”
(6) একদিন স্কুলে টিচার নজরুল -জয়ন্তী নিয়ে একটি নোট লিখতে বললেন।নীরু ভাই  লিখলো– নজরুল  বিদ্রোহী কবি  ছিলেন, কিন্তু জয়ন্তী কে ছিলেন আমি জানিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *