পত্রিকায় পড়লাম দেশের এক জেলার কোন থানায় নাকি গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে!

Uncategorized

পত্রিকায় পড়লাম দেশের এক জেলার কোন থানায় নাকি গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে!

এই খবর পড়ে চোখ কপালে তুলে অন্য পত্রিকা পড়তে শুরু করেছি। সেখানে দেখি ঢাকার উত্তরায় মদ খেয়ে পার্টি করতে গিয়ে এক ছেলে এবং এক মেয়ে মারা গিয়েছে!

পুলিশ সাংবাদিক’দের বলছে

-ওরা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ে। বন্ধু-বান্ধবীরা মিলে বারে গিয়ে মদ খেয়েছে। এরপর বাসায় এসে নিজেরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এর ঘণ্টা খানিক পর দুই বন্ধু মারা গিয়েছে! একজন’কে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মেয়েটার বাবা-মা বলছে- আমাদের মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

ওদিকে পুলিশ ওই বারে গিয়ে খোঁজ নিয়ে জেনেছে- সেখানে নাকি ভুয়া মদ সাপ্লাই দেয়া হয়েছিলো। সেই মদ খেয়ে ওই মেয়ের আরেক বন্ধুও মারা গিয়েছে ওই একই দিন। সে অবশ্য ছেলে।

এতসব কিছু পড়ে আমি ভাবছি- দেশের এক থানায় গান-বাজনা বন্ধ ঘোষণা করা হয়েছে। আরেক থানায় ছেলে-মেয়েরা মহা আনন্দনে বারে গিয়ে মদ খেয়ে, নেচে-গেয়ে এরপর নিজেদের বাসায় গিয়ে মিলিত হয়ে নকল মদ খাওয়ার জন্য মরেও যাচ্ছে!

আমার মাথা তো রীতিমত ঘুরাচ্ছে! ঠিক বুঝতে পারছি না- গান-বাজনা বন্ধ ঘোষণা করে অপরাধ করা হলো! নাকি এরা বারে গিয়ে মদ খেয়ে এরপর মিলিত হয়ে অপরাধ করেছে! নাকি ভুয়া মদ যারা সাপ্লাই দিয়েছে, তারা অপরাধ করেছে!

আমিনুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *