পরিবার পরিজন সম্পর্কে চাণক্য পণ্ডিত এর ১০ পরামর্শ

Blog অনুপ্রেরণা উক্তি জীবনী সচেতনতা

• কোনও ব্যক্তির গৃহে যদি স্নেহশীলা মা না থাকেন, কিংবা তার স্ত্রী যদি প্রিয়ভাষিণী না হয়, তা হলে বনে গমন করা বা সন্ন্যাস গ্রহণ করাটাই তার কর্তব্য, কেন না তার গৃহটিও ইতিমধ্যেই অরণ্যতুল্য একটি স্থান মাত্র।

• পরিবার জীবনে চার রকমের শত্রু রয়েছে- ১. ঋণগ্রস্থ পিতা, ২. পতির প্রতি অবিশ্বাসী মাতা, ৩. খুব সুন্দরী স্ত্রী এবং ৪. অজ্ঞ ও বোকা পুত্র।

•  যিনি পরস্ত্রীকে মায়ের মতো দেখেন, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো তুচ্ছ বলে মনে করেন এবং সমস্ত জীবকে নিজের মতো দর্শন করেন- তিনিই হচ্ছেন পণ্ডিত।

• একটি সুগন্ধিযুক্ত বৃক্ষ যেমন সমগ্র বনকে সুবাসিত করে, ঠিক তেমনই একটি মাত্র সুপুত্র সমস্ত কুলকে মহিমান্বিত করতে পারে।

• একটি মাত্র মন্দ বৃক্ষের কোটরস্থ বহ্নি যেমন সমগ্র বনকে ভস্মীভূত করতে পারে, ঠিক তেমনই একটি মাত্র মন্দ পুত্র সমগ্র কুলকে ধ্বংস করতে পারে।

• যার স্ত্রী দুষ্টা, বন্ধু প্রতারক, যার ভৃত্যরা মুখের উপর উত্তর দেয়, তিনি সর্পময় গৃহে বাস করছেন। তার মৃত্যু অবধারিত ।

• প্রতারকের সঙ্গে প্রতারণামূলক আচরণ করাই উচিত।

•  বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলেও দুর্জন ব্যক্তিকে পরিহার করা কর্তব্য। সে ঠিক একটি মণিভূষিত বিষাক্ত সর্পের মতো।

• রাত্রির ভূষণ হচ্ছে চাঁদ। রমনীর ভূষণ হচ্ছে ভাল স্বামী। পৃথিবীর ভূষণ রাজা। আর বিদ্যা সকলেরই ভূষণ ।

• তিনটি বিষয়ে সন্তোষ বিধেয়: পুরুষ হলে নিজের পত্নীতে আর নারী হলে নিজের স্বামীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ, আর দান এই তিন বিষয়ে যেন কোনও সন্তোষ না থাকে।

তথ্যসূত্র:

কৌটিল্যের অর্থশাস্ত্র

উইকিপিডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *