অবশ্যই প্রত্যেকটি বাচ্চা মেয়ে যারা সদ্য যৌবন পদার্পণ করেছে তাদের অন্তরে একটা প্রেমাবেগের উন্মেষ হয় সে সময় তা সহজাত হোক বা বলিউট, টলিউডের অবাস্তব জগতের মায়াবী প্ররোচনায় হোক। এইসময় অনেক মেয়েই একটি অবাস্তব জগতে বিচরণ করে যা আদতে বাস্তব বোধহীন আবেগ, যার ফল তাদের অনেক সময় জীবন দিয়ে চোকাতে হয়, পারিবারিক উদাসীনতা বলুন বা সদ্যজাত যৌনতার আবেগ বলুন বিভিন্ন কারণে অনেক সময় সাধারণ ঘরে মেয়েরা অসময়ে হারিয়ে যায় বিভিন্ন পিশাচদের খপ্পরে পরে ইদানীং অনেক ঘটনাই আমাদের চোখে আঙুল তুলে অনেক কিছু শিখিয়ে দিয়েছে তবুও আমাদের শিক্ষা নেই। অজানা স্বপ্ন পুরুষদের প্রেমের ডাকে সাড়া দেবার আগে অবশ্যই সেই ছেলেটি প্রকৃত পরিচয় যাচাই করেই তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা উচিৎ, এখন অনেক শয়তানরাই ফেসবুকে নিজের ছদ্ম পরিচয় দিয়ে প্রোফাইল খুলে নানারকম অপরাধের ফাঁদ পেতে রেখেছে তাই কোন অপরিচিতের ডাকে সাড়া না দেওয়াই ভালো, সর্বনাশ কখন কি ভাবে বন্ধু বা প্রেমিকের ছদ্মবেশে এসে আপনার সর্বনাশ করে যাবে আপনি বুঝতেও পারবেনা।
না, পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ,এটা একটা প্রবাদ হলেও,সত্যি বলছি একদম আনন্দ পাইনা কারুর সর্বনাশে সে বালুরঘাট হোক বা বরিশাল যেখানকার ঘটনাই হোক।
কার্টেসি: সুমিত ভট্টাচার্য্য দাদা