পাকিস্থানে পুলিশ প্রশাসনের সহায়তায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো ১৫০ বছর পুরনো হিন্দু মন্দির।
করাচির সোলজার বাজারে অবস্থিত ১৫০ বছরের মারি মাতার মন্দিরের জমি শপিং প্লাজার এক প্রোমোটারকে চড়া দামে বেচে দেওয়ার অভিযোগ উঠতে থাকে পাক প্রশাসনের বিরুদ্ধে।
এতে সংখ্যালঘু হিন্দুরা বাধা দিলেও শুক্রবার মধ্যরাতে বুলডোজার এনে মন্দির ভাঙা শুরু করে দেয়া হয়।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই ধ্বংসযজ্ঞ চলতে থাকে। এই মন্দিরে আগেও দখলের চেষ্টা চলেছে বলে জানা যায়। গত বছরের জুনেই এই মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙচুরের খবর মিলেছিল।
ওই মন্দিরের পুরোহিত রাম নাথ মিশ্র জানান, ‘প্রথমে স্থানীয় কর্তৃপক্ষ বলেছিল মন্দিরের মূল দ্বার ও একটি দেওয়াল ভাঙা হবে। কিন্তু লোডশেডিং করে পুরো মন্দির গুঁড়িয়ে দিল ওরা। ১৫০ বছর ধরে এই মন্দির রয়েছে। বহু ভক্ত সমাগম হয়।
আসলে অনেকটা অংশ জুড়ে এই মন্দির।
ভুয়ো কাগজ বের করে বানিজ্যিক সংস্থার কাছে বেচে দেওয়া হয়েছে। মন্দির পুরানো হয়ে গিয়েছে, বিপজ্জনক বলে কারণ দেখালেও
বাস্তবতা সকলের অবগত।
এভাবেই চলছে হিন্দুনিধন কার্যক্রম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।
লিখছেন: নীল মাধব