পুরোহিত নিয়োগ করছে NASA, এলিয়েন খুঁজতে মেগা প্ল্যান এই মহাকাশ গবেষণা সংস্থার
ভিনগ্রহের প্রাণীর (Aliens) রহস্য সমাধানে সব প্রস্তুতিই নিয়ে নিয়েছে নাসা (NASA)। এটি আপনার কাছে একটি Sci-Fi সিনেমার মতো শোনাতে পারে, কিন্তু নাসা আসলে এলিয়েনদের সাথে যোগাযোগ স্থাপনে ময়দানে নেমে পড়েছে। আর এর জন্য নাসা পুরোহিতও (Priests) নিয়োগ করছে। আপনি মনে করতে পারেন যে, পুরোহিতদের মহাকাশে (Space) পাঠানো হবে, তবে সেটাও নয়।
নাসা ২৪ জন ধর্মতত্ত্ববিদদের সাহায্যে জানার চেষ্টা করছে যে পৃথিবীর বিভিন্ন ধর্ম মানুষ ছাড়াও এলিয়েন সম্পর্কে কী ভাবে। ব্রিটিশ ধর্মযাজক রেভারেন্ড ডক্টর অ্যান্ড্রু ডেভিসনের নামও নাসার পুরোহিতদের নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়েছে। রেভারেন্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ধর্মতত্ত্ববিদ। তিনি বায়ো-কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেছেন।
নাসায ই একমাত্র পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা যেখানে সনাতন ধর্মের অনেক বিশিষ্ট ব্যক্তিকে নিয়োগ প্রদান করে।
আমরা হয়তো আরেকটা জিনিস জানিনা ,নাসা যখন কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করেন ,তখন কিন্তু নাসা আমাদের সনাতন ধর্মের বৈদিক, যে ক্যালেন্ডার আছে তা মেনে স্যাটেলাইট উৎক্ষেপণ করেন।