ব্রেকিং নিউজ…
পূজার দিনেও কি শান্তিতে থাকার অধিকার নেই আমাদের?????
ফারুক ড্রাইভার ও নান্টু ড্রাইভারের নেতৃত্বে সরস্বতী পূজা মণ্ডপে হামলা, অতর্কিত নারী-পুরুষদের মারধর , আহত ১৫…..
জামালপুরের সরিষাবাড়ীতে সসরস্বতী পূজা চলাকালে মণ্ডপে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মণ্ডপ কমিটির সভাপতিসহ অন্তত ১৫জন মারধরের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় দুই শতাধিক সনাতনধর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা রোড ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে পূজা মণ্ডপে ভক্তরা পূজা-অর্চনা ও আরতি করা অবস্থায় বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ফারুক ড্রাইভার ও নান্টু ড্রাইভারের নেতৃত্বে ১০-১৫জনের একটি গ্রুপ নেশা করে এসে লাঠিসোঠা নিয়ে মণ্ডপে হামলা চালায়। হামলাকারীরা অতর্কিত নারী-পুরুষদের মারধর শুরু করে। এই সন্ত্রাসী হামলায় পূজা কমিটির সভাপতি সুকুমার ঘোষ, শুভ চন্দ্র গৌড়, বিজয় চন্দ্র গৌড়, কৃষ্ণ বর্মন, লাভলী চন্দ্র গৌড়, মায়া রানী গৌড়, অঞ্জনা চৌহান, গীতা, শান্তি, রঞ্জন, রঞ্জু, বেজাসহ অন্তত ১৫জনকে মারধর করা হয়। এ ঘটনায় প্রতিমা ভাঙচুর না হলেও মণ্ডপের মঞ্চের ফুলসহ অন্যান্য কিছু তছনছ করা হয়। পরবর্তীতে সন্ত্রাসীরা পূজা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পরপরই দুই শতাধিক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বিচারের দাবিতে থানা গেট ও বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। নিন্দা, ঘৃণা ধিক্কার জানাই, অতি দ্রুত ফারুক ড্রাইভার, নান্টু ড্রাইভার সহ এই সন্ত্রাসী ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ধর্মীয় উৎসবে এধরণের বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায়না।
নিলয় চক্রবর্তী।
১৭ই ফেব্রুয়ারি ২০২১ ইং।।