পৃথিবী সৃষ্টির দিনলিপি : কখন কী ঘটেছিল?

Blog বই বিজ্ঞান ও প্রযুক্তি সচেতনতা
সময়কালকী ঘটেছিল
১৩৫০ কোটি বছরপদার্থ ও শক্তির উদ্ভব। পদার্থবিদ্যার সূচনা। পরমাণু ও অণুর উৎপত্তি। শুরু হলো রসায়নবিদ্যার।
৪৫০ কোটি বছরতৈরি হলো ‘পৃথিবী’।
৩৮০ কোটি বছরপ্রাণের আবির্ভাব। জীববিদ্যার সূত্রপাত। ৬০ লাখ বছর মানুষ ও শিম্পাঞ্জি দুজনের সর্বশেষ পূর্বপুরুষকে দেখা যায়।
২৫ লাখ বছরআফ্রিকায় আদি মানুষের বিকাশ লাভ। পাথরের হাতিয়ারের উদ্ভাবন।
২০ লাখ বছরমানুষ আফ্রিকা থেকে ইউরেশিয়ায় ছড়িয়ে পড়ে। মানুষের বিভিন্ন প্রজাতির আবির্ভাব।
লাখ বছরইউরোপ ও মধ্যপ্রাচ্যে নিয়ান্ডার্থাল মানুষ বিকাশ লাভ করে।
লাখ বছরপ্রাত্যহিক কাজে আগুনের ব্যবহার।
লাখ বছরপূর্ব আফ্রিকায় আধুনিক মানুষের বিকাশ।
৭০ হাজার বছর বুদ্ধিভিত্তিক বিপ্লব ইতিহাসের শুরু : আধুনিক মানুষ আফ্রিকা থেকে বের হয়ে
চারদিকে ছড়িয়ে পড়ে।
৪৫ হাজার বছরমানুষ অস্ট্রেলিয়ায় স্থায়ী আবাস গড়ে। সেখানকার আগের প্রাণিকুলকে ধ্বংস করে ফেলে।
৩০ হাজার বছরনিয়ান্ডার্থালের বিলুপ্তি।
১৬ হাজার বছরমানুষ আমেরিকায় য়ী আবাস গড়ে তোলে। আমেরিকার পূর্ববর্তী প্রাণবৈচিত্র্য বিলুপ্তির কবলে পড়ে।
১৩ হাজার বছরফ্লোরেসিয়েন্সিস মানুষের বিলুপ্তি। আধুনিক মানুষই মানবপ্রজাতিগুলোর মধ্যে একমাত্র টিকে থাকা প্রজাতি।
১২ হাজার বছরকৃষিবিপ্লব। উদ্ভিদ ও প্রাণীর গৃহপালিতকরণ। মানুষের এক জায়গায় স্থায়ীভাবে বসবাসের সূচনা।
৫ হাজার বছরপ্রথম রাজ্য, রাজত্ব, হস্তলিপি ও মুদ্রার প্রচলন। বহু ঈশ্বরবাদী বা বহুদেববাদী (Polytheistic) ধর্মের প্রচলন।
৪২৫০ বছরপ্রথম সাম্রাজ্য- সারগন-এর আক্কাদীয় সাম্রাজ্যের শুরু।
২৫০০ বছরপয়সার উদ্ভাবন- সর্বজনীন মুদ্রাব্যবস্থার প্রচলন। পারস্য (বর্তমান ইরান) সাম্রাজ্য- ‘সব মানুষের স্বার্থে’ সর্বজনীন রাজনৈতিক ব্যবস্থা।
ভারতে বৌদ্ধধর্মের প্রসার ‘জগতের সমস্ত প্রাণী দুঃখকষ্ট
থেকে মুক্তি পাক’ এই সর্বজনীন সত্যে আস্থা।
২ হাজার বছরচীনে হান সাম্রাজ্যের সূচনা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে রোমান সাম্রাজ্যের বিস্তার। খ্রিষ্টধর্মের আগমন।
১৪০০ বছরইসলামের সূচনা।
৫০০ বছরবৈজ্ঞানিক বিপ্লব। মানুষ তার অজ্ঞতা বা অনভিজ্ঞতাকে বুঝতে এবং নজিরবিহীন শক্তি অর্জন করতে শুরু করে। ইউরোপীয়রা আমেরিকা আর সাগর জয় করতে শুরু করে। সারা পৃথিবী একটিমাত্র ঐতিহাসিক স্থানে পরিণত হয়। পুঁজিবাদের (Capitalism) উদ্ভব।
২০০ বছরশিল্প বিপ্লব। পরিবার ও সম্প্রদায় পরিণত হয় রাষ্ট্র ও বাজারে। বিপুল পরিমাণ উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটে এ সময়।
বর্তমান সময়মানুষ পৃথিবীর সীমা অতিক্রম করেছে। রাসায়নিক অস্ত্র মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রাণীর বৈশিষ্ট্য
এখন আর প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে নির্ধারিত হচ্ছে না, হচ্ছে মানুষের বুদ্ধিদীপ্ত নকশার (Intelligent Design) মাধ্যমে।
ভবিষ্যৎ সময়আগামীর বুদ্ধিদীপ্ত নকশাই কি মানুষের ভবিষ্যৎ মূলমন্ত্র হতে যাচ্ছে? আধুনিক মানুষের জায়গা কি দখল করে নেবে অতিমানব (Superhumans)?
পৃথিবীর ইতিহাসের দিনলিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *