প্রকৃতির প্রতিশোধ

Uncategorized

প্রকৃতির প্রতিশোধ 😃
ছেলেটার বাড়ী নড়াইল জেলার হবখালী ইউনিয়নের সিংগিয়া গ্রামে !!!
বর্তমান নাম : রাকিবুল ইসলাম
১৬ বছর আগের নাম : শ্রী পার্থ প্রতিম ভট্টাচার্য্য !!
পিতা : মৃত মাষ্টার জীবন কৃষ্ণ ভট্টাচার্য্য !!

১৬ বছর আগে ইসলাম ধর্ম গ্রহন করেছে , বউ মুসলমানের সন্তান , ১টা ছেলে আছে !!!

মুসলমান হবার কারনে সে তার বাড়ী থেকে বের হয়ে যেতে বাধ্য হয় !!! বেশ কয়েকবছর ধরে যশোরে রিক্সা চালিয়ে কোনরকম জীবন চলছিলো কিন্ত হটাৎ বছর খানেক হলো অসুস্থ হয়ে যাবার কারনে আর রিক্সা চালাতে পারে না !!! বিশেষ করে এই করোনা কালীন সময়ে একবেলা খেয়ে দিন যাপন করছে !!! মুসলমান হবার অপরাধে তার বাড়ীর কারও সাথে যোগাযোগ নেই !!!

অনেকদিন ধরে একটা ব্যাটারী চালিত রিক্সা কিনে দেবার জন্য অনুরোধ করছে !!! একটা রিক্সা দিতে পারলে হয়তবা কোনরকম তার বউ বাচ্চা নিয়ে জীবনটা কাটাতে পারতো !!!

ইসলাম ধর্ম সম্পর্কে আমার জ্ঞান খুব সীমিত !!! আমার অনেক ফেসবুক বন্ধু সহ অনেকেই ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রাখে তাদের কাছে আমার জানতে ইচ্ছা করে : একজন লোক মুসলমান হয়ে যদি না খেয়ে থাকে তাহলে তার মুসলমান হয়ে লাভ কি ??? ইসলাম ধর্মকে মনে প্রানে বিশ্বাস করে যে মুসলমান হচ্ছে তাকে কি আমরা কোন সাহায্য করতে পারি না ???

আমার মানবিক সাহায্য কোন নির্দিষ্ট ধর্মের লোকের জন্য নয়, আমি সকল ধর্মের মানুষের পাশে থাকার চেষ্টার পক্ষে !!! অনেকে হয়তবা আছে শুধু নির্দিষ্ট কোন ধর্মের মানুষদের সাহায্য করে !!!

আসুন আমরা সবাই মিলে মিশে একটা পরিবারকে বাচিয়ে রাখি !!!

ছেলেটার ফোন নং : 01845260044

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *