[ফিরে দেখা আবার ৭১ এর দিন গুলি; সকল শহীদ স্মরণে
আমার শ্রাদ্ধা অঞ্জলি,যাদের রক্তে বিজয়ের পতাকা তুলি]
____________অধিকন্তু_________
সাগর মন
সূচনার শুরুতে অতিদীর্ঘ ঘুম ভেঙে যদি জেগে উঠি আবার
ঝাপসা দূরবীনের আলোয় দেখতে সবুজের বুকে রক্তের দাগ !
আমি এসেছি সবুজের হাসি দেখবো বলে,কিন্ত একি দেখছি?
সাদা শাড়ির আড়ালে ঢাকা প্রিয়ার জমানো গুপ্ত অনুরাগ।
সাদরে আঙ্গুল ছেড়ে হাঁটতে শেখা নব প্রজন্মের ভ্রান্ত পথ !
বৃদ্ধার চিবুকের হাড় গোনা দিনের শেষ আড়াই ঘন্টা সময়
নখের আঁচড়ে চিবুক ছেড়া করুণ আর্তনাদ ভয়ে কাতরায়!
আজও দেখি পোড়া বাঁশির দেওয়াল জুড়ে সেই কান্নার সুর;
আকাশ ছোঁয়ার আশায় সময় লাশ কাটা ঘরে নীরবে শুয়ে-
বারুদের গন্ধে নিশ্বাস বন্ধে প্রকৃতি মৃত্যুর কোলে পড়ছে নুয়ে!
নলের মুখে নিথর জীবন,কান্নার সুর কারো পৌছায় না কানে:
আজ আরো একটি বার জানতে ইচ্ছে করে বিজয়ের মানে!
নিজের বসে আছে ভেবে ,হারিয়ে গেছে কবে,সময়ের স্বচ্ছন্দ’
সময়ের অন্তমিলে সময়ের আগেই বাতাসে দুর্য়োগের দুর্গন্ধ!
সভ্যতার বিজ্ঞাপনে বুকের মুখে টাঠিয়ে রেখেছিস উলঙ্গ ছবি;
আমার ঘুমের স্বার্থকতা কোথায়-তোরাও যদি ঘুমিয়ে যাবি ?
মিথ্যার বুকে কথা পুতে ভ্রান্ত বিজয় উল্লাস শুধু একটি দিনে-
তোরা আজ সত্যি ভুলে গেছিস স্বাধীনতার গোপন তন্ত্র মানে!
কিন্তু ,আমি কি করে ভুলি, ত্রিশ লক্ষ শহীদের একত্রিত খুলি?
আলো ছাঁয়া ঘেরা রাজ পথের তন্দ্রা তিক্ত অধিকারের বুলি?
কি করে ভুলি;৫২ থেকে ৭১এর তাজা রক্ত মাখা দিন গুলি ?
কি করে ভুলি;শ্রাবণ ধারা রক্তের স্রোত হানাদারের উগ্র গুলি?
কি করে ভুলি;ভিড় বিদালোকে মানুষ খেঁকো নরপশুর নলি?
মায়ের মান বাঁচাতে সর্বস্তরের মানুষ ভুলে ছিলাম দলাদলি ?
বন্ধ চোখে চেয়ে থাকে অন্ধের যষ্টি,তবুও অদেখার দুটি দৃষ্টি
মায়ের ঘুমের ঘুম ভেঙে,তোরা আজ আমায় একি দেখালি ?
আমি নিদ্রাশ্রিত,প্রায় অর্ধশত বছর হত;কালের ধূসর ধুলি!
আমার মায়ের পবিত্রতা ,তোরা কাদের রক্তে খেলিস হলি?
কত কিছু দেখতে পেলাম কিন্তু সেই তর্জনী আর পেলাম না!
অকাল ঘুমের কাল স্রোতে হারালাম মৃত্যুর মূল্য পেলাম না।
সুপ্ত ত্রিনয়নে সহস্র বার মাকে এঁকে,ফির-ফিরে এসে দেখা ।
বৃত্তের রক্তে সবুজ বুক জ্বলে,রক্তের দাগ তাই আজও তাজা,
কত কিছু দেখলাম,বুঝলাম;শুধু বুঝিনা বাঁচতে শেখার মজা!