আমরা অনেক সময় প্রেমে ব্যর্থ হয়ে মেয়েদের সমালোচনা করি এই বলে – “আমার হৃদয় উজাড় করা ভালোবাসা না দেখে মেয়েটি কোনো এক ধনী ছেলের সাথে ঝুলে পড়েছে বা বিয়ে করেছে।”
এরকম বাক্য দিয়ে আমরা আসলে নিজেদের অযোগ্যতাকেই তুলে ধরি। নারী এভাবেই জেনেটিকালি কোডেড। সে যদি এভাবে যোগ্যতার বিচার না করতো, তাহলে আপনার মতো অযোগ্য হোমো স্যাপিয়েন্সে ভরে যেত পৃথিবী এবং খুব সহজেই বিলুপ্ত হয়ে যেত।
অবশ্য আপনার আরেকটা যুক্তি থাকতে পারে – আপনার এক্স যে পোলারে বিয়া করছে, অর্থ-সম্পদ অর্জন করেছে তার বাবা, সে নিজে নয়।
এই বাক্য দিয়ে আপনি কেবল নিজের অযোগ্যতাকেই স্পষ্ট করছেন না, আপনি যে বংশগতভাবে অযোগ্য, তার প্রমাণ রাখছেন।
বর্তমান সামাজিক কাঠামোয় আপনি হয়তো বলতে পারেন যে বংশ খোঁজা ছোটোলোকি কাজ, কিন্তু বাস্তবতা হলো বংশ জেনেটিক্যাল সুপারিয়রিটিরও নির্দেশক, যা প্রজাতির সার্ভাইভালের জন্য গুরুত্বপূর্ণ।
শুভ সকাল!
সন্ন্যাসী রতন