বড় ধরনের খুনী/অপরাধীর (মূলত সিরিয়াল কিলার বা সিরিয়াল রেপিস্ট) প্রতি যৌন আগ্রহ বোধ করাকে ইংরেজিতে হাইব্রিস্টোফিলিয়া (Hybristophilia) বলে।

Uncategorized

বড় ধরনের খুনী/অপরাধীর (মূলত সিরিয়াল কিলার বা সিরিয়াল রেপিস্ট) প্রতি যৌন আগ্রহ বোধ করাকে ইংরেজিতে হাইব্রিস্টোফিলিয়া (Hybristophilia) বলে।

যুক্তরাষ্ট্রের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার ও ধর্ষক টেড বান্ডির (Ted Bundy) বিচার চলাকালীন অনেক মেয়ে বান্ডির প্রতি যৌন আগ্রহ বোধ করে কোর্টে ভিড় করেছে এবং মিডিয়ায় তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে। কেউ কেউ নিজের নগ্ন ছবিসহ চিঠি পাঠিয়েছে বান্ডিকে মুক্তি দেয়ার অনুরোধ জানিয়ে। কেউ আবার তাকে বিয়ে করতে চেয়েছে। অথচ এই বান্ডি যে কত মেয়েকে ধর্ষণ ও খুন করেছে, তা পুলিশও সব জানে না। আর সেইসব ধর্ষণের কোনো কোনোটা ছিল বীভৎসতম।

একই ঘটনা ঘটেছে রিচার্ড র‍্যামিরেজ (Richard Ramirez)-এর ক্ষেত্রেও। রিচার্ডের ধর্ষণ ও খুনের তালিকায় রয়েছে ছয় বছরের শিশু থেকে ৮৩ বছরের বৃদ্ধা। অথচ তার বিচার চলাকালীন তরুণী মেয়েরা তার প্রতি যৌন আগ্রহ প্রকাশ করে মতামত জানিয়েছে ও আদালতে ভিড় করেছে।

এই মানসিকতাকে কি নারীর হিরোইজম প্রীতির সাথে তুলনা চলে? তারা কি মনে করেছে যে এরকম একজন খুনীর স্ত্রী হলে সে নিজে নিরাপত্তাহীনতায় ভুগবে না? নাকি তার জিনবাহী সন্তান হলে সে খুব সাহসী হবে এরকম কিছু ভেবেছে?

মানুষ বড়ই বিচিত্র। বুঝে ওঠা দায়।

সন্ন্যাসী রতন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *