ভারত ‘মুসলমানের দেশ’ হলে সমুদ্র সৈকতের এই ভাস্কর্য কি রক্ষা পেতো? ভারতেও মাদ্রাসা আছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয় বলে দেওবন্দের হুজুররা পুরীর সমুদ্র সৈকতে সুদর্শন পট্টনায়েকের সৃষ্টি এই অসাধারণ বালু ভাস্কর্য কোন হুমকিতে পড়েনি। কিন্তু ভারতকে যখন দারুণ ইসলাম করার চিৎকার শুনি তখন বুঝি সেই দারুল ইসলাম মানে এরকম ভাস্কর্য নিরাপত্তাহীনতার গ্যারান্টি। ভারতবর্ষে ইসলাম এসেছিল বলেই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। এই সত্য যারা মানতে চায় না তার বর্তমান বাংলাদেশ আর পাকিস্তানের পরিস্থিতি দিয়ে নিজেদের ইতিহাস পুর্নবিবেচনা করুক। ইসলাম প্রাচীন ইতিহাস ঐতিহ্য ধবংস করার জন্য পৃথিবীতে এসেছে। প্রাক ইসলামী আরবের কোন ঐতিহাসিক কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ইসলামে ভাস্কর্য মূর্তি হারাম এবং ভেঙ্গে ফেলা নিয়ম বলেই বাংলাদেশে এখন পুলিশ পাহারা বসিয়ে ভাস্কর্য রক্ষা করতে হচ্ছে। মুসলমানরা মূর্তি পছন্দ করে না বলেই প্রতিবছর হিন্দুদের পুজার মূর্তি ভাঙ্গা হয়। সেই ভাঙ্গাভাঙ্গি নিয়ে এখন যারা ভাস্কর্য পাহারা বসিয়েছে তাদের কোন মাথাব্যথা ছিলো না। কারণ তাদের মতে ইসলামে মূর্তি হারাম ভাস্কর্য হালাল!
বড় সুখের কথা গোটা পৃথিবী মুসলিম সংখ্যাগরিষ্ঠ নয় তাই ভাস্কর্যগুলো সুরক্ষিত!