বাংলাদেশে মিনার আছে, মূর্তি আছে, ভাষ্কর্যও আছে, থাকবে।

Uncategorized

ইসলামে গান বাজনা হারাম, সিনেমা নাটক হারাম। ছবি আকা ছবি তোলা হারাম। মদ জুয়া হারাম। সুদ খাওয়া হারাম। বেপর্দা চলা হারাম। পূজা করা হারাম। ক্রিকেট ফুটবল হারাম। ঘরে কুকুর পালা হারাম। এগুলো সবই বাংলাদেশে চলে।
ইসলামে চুরির শাস্তি হাত কাটা, ধর্ষনের শাস্তি পাথর মারা, হত্যার শাস্তি শিরচ্ছেদ। বাংলাদেশে এসব অন্যায়ের শাস্তি বাংলাদেশের আইন অনূযায়ী। ইসলামের সাথে যায় না বা ইসলাম অনুমতি দেয় না এমন হাজার হাজার জিনিস বাংলাদেশে বৈধ।
কারন রাষ্ট্র কখনো একটি ধর্মের হয় না। রাষ্ট্র সব ধর্মের, রাষ্ট্র হয় মানুষের। 90 ভাগ মুসলমানের দেশ বলেই যদি বাংলাদেশে ইসলামের আইনে সব চলে তবে 2 ভাগ মুসলিমের আমেরিকায় আমি কিভাবে নামায পরবো? আমার ভাই স্পেনে কিভাবে টুপি পরে রাস্তায় হাটবে? আমার বন্ধু ভারতে কিভাবে জিকির করবে? আমার বোন রাশিয়ায় কিভাবে হিজাব পরে বের হবে? আমার মামা কিভাবে প্রকাশ্যে নিউজিল্যান্ডে আযান দিবে? কাল থেকে যদি সব দেশ ওই দেশে বসবাস করা সবচেয়ে বেশী ধর্মালম্বী অনুযায়ী রাষ্ট্র চালানো শুরু করে তাহলে সেটা কতটা ভয়ংকর হবে কল্পনাও করা যায়! ধর্মকে পূজি করে রাষ্ট্র চললে তার পরিনতি কি তার জ্বলন্ত উদাহরন নরেন্দ্র মোদী ও বর্তমান ভারত।
আমার কাছে ভাস্কর্যকে মূর্তি মনে হতেই পারে, আমার কাছে এইটা গুনাহ মনে হতেই পারে কিন্তু এই দেশে এমন মানুষও তো আছে যার কাছে এইটা ভাস্কর্যই মনে হয়,যার কাছে এইটা সঠিক মনে হয়। সেও বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তারো সকল হক আছে। তাহলে তারও অধিকার আছে তার ইচ্ছা মতো কাজ করার যতক্ষন সেটা অন্যের ব্যাক্তিগত ভাবে সমস্যা না করে। আমার আপনার পছন্দ না হতেই পারে কিন্তু রাষ্ট্র কখনোই কোন একটি নির্দিষ্ট ধর্ম, গোষ্ঠির পছন্দে চলতে পারে না।
তাইতো বাংলাদেশে মিনার আছে, মূর্তি আছে, ভাষ্কর্যও আছে, থাকবে।

কার্টেসী :হিমেল আশরাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *