বাল- জাজিরার রিপোর্ট নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই। তার মুঞ্চাইছে, সে বলছে।

Uncategorized

বাল- জাজিরার রিপোর্ট নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই। তার মুঞ্চাইছে, সে বলছে।

অভাগা সরকার বিরোধীদের নিয়েও আমার টেনশন নাই। দীর্ঘদিনের না খাওয়া পাট্টি, খাবারের গন্ধ পাইলেই নাচে। ভাগ পাক, আর না পাক।

আর বাম-পন্থীরা আমার হিসেবের বাইরে। এগুলা এমনেই নাচে। কোনটা খাবার আর কোনটা গোবর তা এদের বোঝা লাগে না।

আমার টেনশনের কারন সরকার দলের বলদ সমর্থকগুলা, বিশেষত ছাত্রলীগের চ্যালা গুলা। এরা যে দলের কি পরিমান ক্ষতি করে, তা তারা নিজেরা কখনো বুঝতে পারে না।

এরা কখনোই নায়ক না, ভিলেনও না। এরা মুলত নায়ক বা ভিলেনের পিছনে  থাকা র‍্যান্ডম চার্লিগুলা, মুল কাহিনীতে যাদের কোন জায়গা নাই, জাস্ট স্ক্রিন ভরাট করতে এদের দরকার পড়ে।

এমনকি একই দৃশ্যের ফাকে নায়কের পিছেনের চার্লি চেঞ্জ হয়ে গেলেও কেউ টের পায় না।

তাদের জন্য আমার ঝুলিতে একটা গল্প আছে।

একবার এক বলদ গোবরে পারা দিয়ে বলে, “শিট, কিসে পারা দিলাম!”

বলেই আংগুল দিয়ে পা থেকে একটু গোবর তুলে দেখার চেষ্টা করে, জিনিসটা কি।

তারপর নাকে লাগিয়ে একবার, আর শিউর হওয়ার জন্য জিব্বা দিয়ে টেস্ট করে অবশেষে বুঝতে পারে, জিনিসটা আসলে কি।

তবে মুখে বলে, “কে জানি কাচ্চি বিরিয়ানি ফালায় রাখছে। ওয়াক থু!”

যাইহোক, I am SHEIKH Hasina’S MAN😎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *