বিবিসির সমীক্ষা অনুযায়ী শ্ৰেষ্ঠ 20 জন বাঙালির তালিকা ক্রম অনুসারে

Uncategorized

#বিবিসির সমীক্ষা অনুযায়ী
শ্ৰেষ্ঠ 20 জন বাঙালির তালিকা
ক্রোম অনুসারে
১ শেখ মুজিবুর রহমান (রাজনীতিবিদ)
২. রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্যিক)
৩. কাজী নজরুল ইসলাম (সাহিত্যিক)
৪. এ কে ফজলুল হক (রাজনীতিবিদ)
৫. সুভাষচন্দ্র বসু (সক্রিয় কর্মী, জাতীয়তাবাদী নেতা)
৬. বেগম রোকেয়া (সমাজ সংস্কারক, সাহিত্যিক)
৭. জগদীশ চন্দ্র বসু (বিজ্ঞানী)
৮. আবদুল হামিদ খান ভাসানী (রাজনীতিবিদ)
৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (শিক্ষাবিদ, সমাজসংস্কারক)
১০. রাজা রামমোহন রায় (সমাজসংস্কারক)
১১. সৈয়দ মীর নিসার আলী (বিপ্লবী)
১২. লালন শাহ (মানবতাবাদী, দার্শনিক)
১৩. সত্যজিৎ রায় (চলচ্চিত্র নির্মাতা, সাহিত্যিক)
১৪. অমর্ত্য সেন (অর্থনীতিবিদ)
১৫. ভাষা আন্দোলনের শহীদ (সক্রিয় কর্মী)
১৬. মুহম্মদ শহীদুল্লাহ (শিক্ষাবিদ)
১৭. স্বামী বিবেকানন্দ (ধর্ম প্রচারক)
১৮. অতীশ দীপঙ্কর (ধর্ম প্রচারক)
১৯. জিয়াউর রহমান (মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা)
২০. হোসেন শহীদ সোহরাওয়ার্দী (রাজনীতিবিদ)

#শ্রেষ্ঠ বাঙালি হিসেবে রাজনীতিবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারকদের প্রতিই সাধারণ বাঙালির ভালোলাগার পরিমাণ ছিল সর্বাধিক। এছাড়া এ তালিকায় বিপ্লবী নেতা, বিজ্ঞানী, দার্শনিক, ধর্ম প্রচারক কিংবা শিক্ষাবিদরাও জায়গা পেয়েছিলেন। এ থেকে বোঝা যায়, কোনো নির্দিষ্ট শ্রেণী নয়, বরং সাধারণ বাঙালি বেছে নিয়েছিল বিচিত্র শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারীদের, যারা দেশ ও জাতির জন্য কাজ করেছেন, এবং বহির্বিশ্বের সেই দেশ ও জাতির মুখ উজ্জ্বলও করেছেন।
কিন্তু আজ বাঙালি কোথায়?
আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে
এই মানের বাঙালি কি উঠে আসবে?
এটা অনেক আগে তৈরি হয়েছে।

#সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান

২০০৬ সালের গোটা মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতারা তাঁদের বিচারে সেরা যে পাঁচটি গান মনোনয়ন করেছেন, তার ভিত্তিতে বিবিসি বাংলা তৈরী করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা

১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি : রচনা – রবীন্দ্রনাথ ঠাকুর

২. মানুষ মানুষের জন্যে : মূল রচনা, সুরকার ও শিল্পী – ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়৻

৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি : গীতিকার – আবদুল গাফফার চৌধুরী; সুরকার – আলতাফ মাহমুদ৻

৪. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই : শিল্পী -মান্না দে;
গীতিকার – গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার – সুপর্ণকান্তি ঘোষ৻

৫. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা : সুরকার – আপেল মাহমুদ; গীতিকার – গোবিন্দ হালদার৻

৬. আমি বাংলায় গান গাই : কথা ও সুর – প্রতুল মুখোপাধ্যায়; শিল্পী – মাহমুদুজ্জামান বাবু

৭. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : গীতিকার – গোবিন্দ হালদার; সুরকার ও শিল্পী – আপেল মাহমুদ৻

৮. তুমি আজ কতদূরে : শিল্পী – জগন্ময় মিত্র; গীতিকার – প্রণব রায়; সুরকার – সুবল দাসগুপ্ত৻

৯. এক নদী রক্ত পেরিয়ে : গীতিকার ও সুরকার – খান আতাউর রহমান; শিল্পী – শাহনাজ রহমতুল্লাহ৻

১০. ধন ধান্য পুষ্প ভরা : গীতিকার ও সুরকার – দ্বিজেন্দ্রলাল রায়৻

১১. মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে : শিল্পী ও সুরকার – হেমন্ত মুখোপাধ্যায়; গীতিকার – গৌরীপ্রসন্ন মজুমদার৻

১২. সালাম সালাম হাজার সালাম: শিল্পী – মহম্মদ আবদুল জব্বার; গীতিকার – ফজলে খুদা৻

১৩. জয় বাংলা বাংলার জয় : গীতিকার – মাজহারুল আনোয়ার; সুরকার – আনোয়ার পারভেজ৻

১৪. খাঁচার ভিতর অচিন পাখি : রচনা – লালন শাহ; শিল্পী – ফরিদা পারভিন৻

১৫. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে: শিল্পী – শাহনাজ রহমতুল্লাহ; গীতিকার – মাজহারুল আনোয়ার; সুরকার – আনোয়ার পারভেজ৻

১৬. কারার ওই লৌহকপাট : রচনা – কাজী নজরুল ইসলাম৻

১৭. এই পদ্মা এই মেঘনা : শিল্পী – ফরিদা পারভীন; গীতিকার ও সুরকার – আবু জাফর৻

১৮. চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল : রচনা – কাজী নজরুল ইসলাম৻

১৯. একতারা তুই দেশের কথা বল্‌ : শিল্পী – শাহনাজ রহমতুল্লাহ; সুরকার – আনোয়ার পারভেজ; গীতিকার – গাজী মাজহারুল আনোয়ার৻

২০. তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়: শিল্পী – মহম্মদ আবদুল জব্বার৻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *