বেশিরভাগ ছেলেই ভাবে একটা মেয়ে তার সাথে চ্যাট করার সময় কেবল তার সাথেই 😞 চ্যাট করে

অন্যান্য

লেখাটা দারুণ লিখেছে,  😂

[[* বেশিরভাগ ছেলেই ভাবে একটা মেয়ে তার সাথে চ্যাট করার সময় কেবল তার সাথেই 😞 চ্যাট করে,
কেননা ছেলেটা বোকা,তার মনটা হুদাই আবেগ দ্বারা আবৃত ।
*একটি মেসেজ পাঠানোর পর এর উত্তর আসতে দেরী হলে মধ্যবর্তী সময়ে ছেলেটি বারবার চেক করে মেসেজটি সীন হয়েছে কিনা ? আর ভাবে কখন রিপ্লে আসবে?কিন্তু ওনার মত আরো কয়েকজনের মেসেজের রিপ্লে দিতে হয় ওই মেয়ের কারন কি করবে তোমার মতই ওর জন্য পাগল ওরা !
*hmm রিপ্লে মানে কথা শেষ , এবার ফোটেন । বুজছেন ভাইয়েরা? তুরে সময় দেয়ার মত এহন সময় নাই !এই সময় আমার পছন্দের লোকের সাথে!!
*চ্যাট করতে করতে কাউকে ব্লক করতে কষ্ট লাগলে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে দেয়া সেরা বুদ্ধি , ঐ পাশ থেকে ভাববে ব্লক । কিন্তু এভাবে অনেকে সাকচেস হইছে !! আবার অনেকে আরও বেশি আসক্ত হয়ে পরছে!
*কেউ অনলাইনে সারাক্ষন থাকার মানে এই না যে সে সারাক্ষন চ্যাট করে , ফেসবুক দুনিয়াটা বিশাল রে !!
*বেশিরভাগ মেয়েই পাথর হৃদয় & অহংকারী হয়ে থাকে ছেলেদের কষ্ট দিয়েই তারা আনন্দ পেয়ে থাকে !! কিন্ত সবাই তো আর এক না।
*”সে আমার নিজের,আমার ফ্যামিলির খোজ নেয় তাই,মনে হয় আমাকে ভালবাসে টাইপ ভাবনা মাথা থেকে ছেটে দিন । এই খুজের মাঝে খুজে দেখ কিছু স্বার্থ ছিল!
* আপনি অনলাইনে থাকা অবস্থায় কোনো মেয়ে সাথে সাথে রিপ্লে করে বলে মনে কইরেন না ওনি শুধু আপনার সাথেই চ্যাট করে?
* কয়েকদিনের চ্যাটে কোনো মেয়ে আপনাকে বারে বারে নক করার মানে এই নয় যে সে আপনার প্রেমে পড়ে গেছে?
হয়তো কিছুদিন ধরে বিএফ এর সাথে ঝামেলা চলতেছে তাই সেই টাইমটা আপনাকে দিয়ে চালিয়ে নিচ্ছে?
* ইনবক্সে কোনো মেয়ের বারে বারে মেসেজ পেয়ে আপনি যেভাবে ব্যপারটা ভাবতেছেন আর মনে স্বপ্নের জাল বুনতেছেন,অলটাইম তার কথা মনে করতেছেন , এই চিন্তা বন্ধ করা ভাল নাইলে পস্তাতে হবে অনেক !
**মেয়েরা এরকমই তাদের পিছনে একদল সুদর্শন পুরুষ গুরাইতে ভাল লাগে !
** হইত তুমার মত কত ছেলেই এরকম ভুলবাল কস্ট পাই!
**মেয়েরা বোকা ছেলেদের কেই এইরকম বাঁশ টা বেশি দেই!

……. ফেসবুকে যাদের সাথে পরিচিত হন তারা কেউই আপনার রক্তের বা আত্বীয়তার সম্পর্কের নয় ,,,তাই কেউ এই চিন্তা করবে না আমার ব্রেক আ্প এ কিছুদিন তার সাথে চ্যাট করলে যদি ছেলেটা আমার প্রতি দুর্বল হয়ে পড়ে?
ওনি ওনার অবসর সময়,মন ভালো করার জন্য অনেক ভাবেই আপনার সাথে চ্যাট করবে আবার সময় হলে অথিতী পাখির মত উরে যাবে,
একবারো আপনাকে বলে যাওয়ার চিন্তা করবে না ,,,,
কেননা ওনার সমস্যা এখন সমাধান আপনি ছিলেন পার্ট টাইম ফ্রেন্ড,আপনি ছেলে তাই যতই কান্নাকাটি করেন কেউই নিজ থেকে আসবেনা আপনার কঠিন সময়ে সান্ত্বনা দিতে !!
মেয়েরা যদি এরকম
আমার ভাল্লাগেনা ক্যারে?
এমন স্ট্যাটাস দিলেই ১০ টা ফ্রেন্ড, ৫টা ভাই, ৪টা ভাই সেজে পরে রিলেশনটা তিনটা সরাসরি রিলেশন করে সকল দু:খ মুছে দিবে এমন প্রস্তাব পাবে….
যদিও এগুলাও ভুয়া আর পাম ..
কিন্তু তারপরো সে পাবে ,,,,,,
অন্যদিকে আপনাকে একলা একলা কাদতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিলেও কেউ মায়া ,আলগা পিরিত দেখাতে যাবেনা। যুদিও দুইএকটা ফ্রেন্ড আসবে সান্ত্বনা দিতে যদি তর ভাল লাগে তুল্লে নিয়া আস্মু বল !!
অবশেষে এটাই বলবো যা করেন একটু ভেবে চিন্তে আবেগ কে দমিয়ে রেখে,বিবেক কে জাগ্রত করে চলেন,দেখবেন কেউ কখনো আপনাকে ঠকাতে পারবেনা।
আর এমনিতেই বাংগালী ভাতের অভাবে  যতটা কস্ট পায় তার চেয়ে ১০গুন বেশি কস্ট পায় প্রেমজনিত ডিপ্রেশনে।]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *