বৈবাহিক ধর্ষণ জিনিষটা কি? এখনও বুঝলাম না ।
ওয়েল, আমি যদি এখন পাল্টা দাবি করি যে বৈবাহিক সম্পর্কে যৌনতায় কোন স্ত্রীর অনীহা থাকলে পুরুষ বুক ঠুকে বারবণিতা গৃহে যাত্রা করলে বা অন্য নারীর সাথে শারীরিক সম্পর্কে জড়ালে সমাজ কেন তাকে ছিছিক্কার করবে ? নারীর যৌনতায় অনীহা যেমন তার অধিকার বা চয়েস, পুরুষেরও যৌনতায় আগ্রহ কেন সমাজের চোখে অপরাধ?
আইন নিয়ে কপচালে তার থ্রি সিক্সটি ডিগ্রী ভিউ নেওয়া হোক । বিবাহ একটি সামাজিক কনট্র্যাক্ট, সেই কনট্র্যাক্টে তাহলে সব ক্লজের সমান ওয়েটেজ থাকুক ।
পুরুষদের ইচ্ছে কেন সমাজের জাঁতাকলে অবদমিত হবে?
আমি বহুগামীতার সামাজিক স্বীকৃতির কথা বলছি না, বাট দেয়ার শুড বি আ করোলারি টু দ্য থিওরেম..৷