বোকা মুমিনের ধর্মানুভুতি = ধুর্তদের ধর্মব্যবসা
—————————————
ছাগল মার্কা মুমিনদের ধর্মানুভুতি দিয়ে ধুর্ত পালিকের ব্যবসা সবসময়ই রমরমা। ইউটিউবে একটা লোকের সাবক্রিপশন যদি ১০ লক্ষ হয় আর একদিনে একটা ভিডিওর ভিউ যদি হয় ৩০ হাজার, তার ইউটিউব থেকে ইনকাম কিন্তু বেশ বড় একটা এমাউন্ট।
এ লোকটি তেমনই একজন। আপনেরা তা চার বিয়ে সম্পর্কিত ভিডিও দেখে এর জ্ঞানের বহর নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন। ০৭/০২/২০২১ এ সে একটা ভিডিওতে সে কুরানে বিজ্ঞনের তথ্য আবিষ্কার করেছে। সে মনের মত করে সংখ্যা বসিয়ে হিসাব মিলিয়ে মুমিনদের অনুভূতি মার্কা ভিউর বদৌলতে ইনকাম করে নিতেছে।
আমি গুগল করে দেখলাম। উইকিপিডিয়া থেকে সংখ্যাগুলা নিয়ে নিচের ক্যালক্যুলেশনটা দেখালাম। বুঝতে পারবেন সে কেমন মিথ্যাচার করেছে কুরানকে মহিমান্বিত করার জন্য। কিন্তু বাস্তবে কুরানটাকেই সে নিচে নামায়া দিয়েছে। মুমিনদের এ হাস্যকর গবেষণা কবে শেষ হবে।
এ লোকটা যদি এসব গবেষনা না করে তার ডাক্তারি বিদ্যা নিয়ে আরো পড়াশোনা করতো তাহলে তার থেকে সত্যিকারেই মানুষ উপকার পেতো। যুগে যুগে মুসলমানরা প্রকৃতি নিয়ে গবেষনা না করে কুরান হাদিস নিয়া গবেষণা করার কারণে আজ আস্তাকুড়ে যাওয়ার উপক্রম হচ্ছে।
লুনার ইয়ার হিসাবে ৩০৯ বছরে দিন সংখ্যা:
354.367056 × 309 = 109,499.420304
সৌর বৎসরে ৩০০ বছরে দিন সংখ্যা
365.256363 × 300 = 109,576.9089
দিনের পার্থক্য
109577 — 109499 = 78 দিন
আমার প্রশ্ন হলো, কুরানে এ ৩০৯ বছর দিয়া বিজ্ঞানের কী কাম যে তা একটা বৈজ্ঞানিক তথ্য হতে যাবে?
ভিডিও লিংক কমেন্টে।