বোধের চুলকানি: স্রষ্টা ও সৃষ্টির বোধ ও পরিণতি
——————————————
সৃষ্টিকর্তা ও সৃষ্টিকে মানুষ ও তার তৈরী যন্ত্রের এনালজি বা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা ও বোঝা যায় না। এ ব্যাখ্যা করতে যাওয়া সবচে বড় গাধামি।
মানুষসহ সকল প্রাণীর স্বাধীন চেতনা তাকে স্রষ্টার প্রতি সকল প্রকায় দায় থেকে মুক্ত করে (আমিত্ব, সিদ্ধান্তের স্বাধীনতা বা ইচ্ছার স্বাধীনতা নয়, কারণ এগুলা ধারণা ছাড়া আর কিছুই নয়)। সৃষ্টিকারী স্রষ্টারও কোনো দায় নেই। কারণ তার সৃষ্টি জনিত দায় প্রবলভাবে অগণিত প্যারাডক্স তৈরী করে। এ প্যারাডক্সগুলা স্রষ্টারেই নাই করে দেয়।
মূলত সৃষ্টি ও স্রষ্টা কারো উপর কারো দায় নেই। এটা আপনে উপলব্ধি করতে পারলে সকল প্রকার ধর্ম ও তার প্রথার ধারণা আপনের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনে বুঝতে পারবেন, কোনো ধর্ম বা প্রথাই পালনের জন্য আপনে বাধ্য নন। আপনের নিজের প্রয়োজনেই কেবল কিছু মানবেন ও কিছু প্রত্যাখ্যান করবেন। আপনের ক্রিয়াকর্মের জন্য আপনের বাহিরে আর কোনো উদ্দেশ্যের (গড, ইশ্বর, আল্লাহ ইত্যাদি) কোনো দরকার নেই, এসব উদ্দেশ্য একান্তই অলীক।