ভবিষ্যতের প্রেম পত্রের নমুনা :

প্রেম ফান

ভবিষ্যতের প্রেম পত্রের নমুনা :
প্রিয় তমা ,,
হাও আর ইউ ?
আশা করি ভালো আছো । আমি ভালো আছি ।
পরসমাচার এই যে ,দীর্ঘদিন ধরে তোমাকে কথাটা বলব বলব ভাবছি । কিন্তু বলার সাহস পাচ্ছি না । সামনা সামনি বলতে পারবো না তাই এই চিঠিটা লিখলাম । এটাকে চিঠি না বলে প্রশ্নপত্র বলাই ভালো হবে । তুমি নিচের প্রশ্ন গুলার উত্তর লিখে পাঠিয়ে দাও ।
তারপর বিবেচনা করে দেখব তোমাকে আমার মনের কথা বলা যায় কিনা ।
-ইতি তোমার প্রানপ্রিয় হবু বয়ফ্রেন্ড।
প্রশ্ন সমূহ্-
বহুনির্বাচনী প্রশ্ন :
১। তোমার বাবার  রাগ কেমন ?
(ক) সাংঘাতিক (খ) মোটামুটি (গ) রাগ নাই
২। তোমার বড় ভাই কি মাস্তানির সঙ্গে জড়িত ?
(ক) হ্যাঁ (খ) না (গ) আগে জড়িত ছিল ।
৩। পাশের বাসার মফিজ তোমার কি হয় ?
(ক) অাপনাকে বলব কেন (খ) বড় ভাই (গ) জাস্ট ফ্রেন্ড
৪। তোমার মোবাইল এর সিম কয়টা ?
(ক) ২টা (খ) ১টা (গ) একাধিক
৫। তোমার প্রিয় টিভি চ্যানেল কোনটা ?
(ক) জি বাংলা (খ) স্টার জলসা (গ)অন্যান্য
রচনামূলক প্রশ্ন :
(যে কোন ৪টি প্রশ্নের উওর দাও )
ক) ফাস্ট ফুড বলতে কি বুঝ ? স্বাস্থের ওপর ফাস্ট ফুডের ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো ।
খ) ডেটিং এর জন্য কেন ফাস্ট ফুড এর দোকান এড়িয়ে চলা উচিত?
গ) বয়ফ্রেন্ড অন্য কোন মেয়ের সাথে কথা বললে তুমি কি করবে ?
ঘ) প্রতিদিন কত ঘন্টা ফোনে কথা বলাকে তুমি স্বাস্থকর বলে মনে করো ?
ঙ) ব্রেকআপের গুরুত্ব কতটুকু তা ব্যাখ্যা করো !
অঙ্ক করো-
(যে কোন ১টি )
[১] তুমি যদি ১৭ দিন পর পর তোমার বয়ফ্রেন্ড এর সাথে ডেটিং যাও
এবং এক দিনের খরচ যদি ১২৫৭ টাকা হয় তাহলে ১২ মাসে তোমার বয়ফ্রেন্ড এর খরচ কতো ?
[২] তোমার বয়ফ্রেন্ড এর বাসার নম্বর এর শেষে ৩৩ এবং তার ফোন নম্বরের শেষের চার সংখা ০২৮৭ । তাহলে তার ফেসবুকের পাসওয়ার্ড কী ?
ভাবসম্প্রসারন করো ঃ
(যে কোন দুইটি )
(ক) বয়ফ্রেন্ড ও একজন মানুষ
(খ) মন না থাকলে প্রেমিকা হওয়া যায়না ।
(গ) রেগে গেলেন তো হেরে গেলেন
বাংলা অনুবাদ করো(যে কোন দুইটি)
১- হাউ ডিজগাস্টিং
২- শাট আপ
৩- আই মিস ইউ
৪- জানু
৫- আই লাভ ইউ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *