ভালোবাসা নিয়ে কবিতা লেখা যায়?
লেখা যায়। কারন আমাদের মস্তিষ্ক
তখন চাপ মুক্ত থাকে। পিটুইটারি গ্রন্থি
দারুন কাজ করে সেই সময়।
একথা আমি বলছি না। বিজ্ঞান বলছে।
ভালোবাসায় আঘাত পেয়ে কবিতা লেখা যায়?
লেখা যায়। কারন তখন কিছু স্মৃতি
আমাদের ঘুমোতে দেয় না। অ্যাড্রিনালিন
আমাদের আবেগ কে বাড়িয়ে দেয়।
একথা আমি বলছি না। বিজ্ঞান বলছে।
কয়েকশো নিরপরাধ মানুষের জঙ্গি হানায় মৃত্যু…
এই নিয়ে কবিতা লেখা যায়?
কয়েকশো নিরপরাধ শিশুর জঙ্গি হানায় মৃত্যু…
এই নিয়ে কবিতা লেখা যায়?
চাষের ক্ষতি হওয়ার ফলে কৃষকের আত্মহত্যা…
এই নিয়ে কবিতা লেখা যায়?
শীতবস্ত্র হীন পথশিশুদের নিয়ে কবিতা লেখা যায়?
খাদ্যের অভাবে মানুষের মৃত্যু নিয়ে ?????
লেখা যায়। কিন্তু লেখার জন্যে প্রতিভার প্রয়োজন,
বিশ্ব কবি, বিদ্রোহী কবি, কিশোর কবি – এদের মতো।
আমার মতো মুর্খ শুধু সমালোচনা করতে জানে।
মোমবাতি নিয়ে মিছিলে যেতে জানে।
আহাঃ বলে দুঃখ প্রকাশ করতে জানে।
কিন্তু সত্যি বলছি, যেদিন আমি এগুলো নিয়ে কবিতা
লিখতে পারবো, সেদিন বিজ্ঞানও ভাববে……
“ইস্ ,আমিও যদি কবিতা লিখতে পারতাম।।”
______আমি আছি ভয় নেই
সংগৃহিত