ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যে লোকটিকে ব্যাক্তিগতভাবে অনেকেই চিনেন জানেন আজ সে Gourango Dey GC Dev

Uncategorized
শেষ পর্যন্ত মোক্ষম অস্ত্র প্রয়োগ!
#ভোলা_জেলা_পূজা_উদযাপন_পরিষদের #সভাপতি যে লোকটিকে ব্যাক্তিগতভাবে অনেকেই চিনেন জানেন আজ সে Gourango Dey GC Dev এমন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন যা এ দেশে কোন হিন্দুকে এবং ঐ এলাকার হিন্দু সম্প্রদায় কে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ব্যাবহার করা হয়ে থাকে।
আজ যাকে এর শিকার বানানো হল আপনারা অনেকেই অবগত সে লোকটি সচরাচর ফেইসবুকে পোষ্ট /লাইক /কমেন্ট করেন না।
উনি জেলার সম্মানিত একজন ব্যাক্তিত্ব।
উনি জেলা #আইন_শৃঙ্খলা_কমিটির সদস্য।
উনি ভোলা জেলা #পূজা_উদযাপন_পরিষদের সভাপতি ।
উনি #জেলা_আওয়ামীলীগের প্রচার সম্পাদক।
উনি ভোলা সদর #বি_আর_ডি_বি র কয়েকবারের নির্বাচিত সভাপতি।
আর উনি এরকম কথোপকথন করবেন?
বিবেককে জিজ্ঞেস করে দেখুন…. 🙏
সবচেয়ে #আশ্চর্যের_ব্যাপার হলো যে মেসেঞ্জারের মাধ্যমে এই মেসেজ আদান প্রদান করা হয়েছে সে মেসেঞ্জার এবং ফেইসবুক আইডি টি ওনার নয়।
ওনার নামে ওনার অরিজিনাল আইডির কভার ফটো নিয়ে আরেকটি Gmail ফেইসবুক আইডি খুলে সে আইডির মেসেঞ্জার দিয়ে কথা বলে সে আইডির স্কিন শর্ট নতুন খোলা পেইজ থেকে পোষ্ট করে সে পোষ্ট বুস্ট দিয়ে ভাইরাল করা হয়েছে।
একবার চিন্তা করে দেখুন কত ভয়ংকর প্লান!
এছাড়াও ওনার ভাষা আর মেসেজের ভাষার মধ্যে দিনে রাতে ব্যবধান।
এই ব্যাক্তিটির মূল দোষ হচ্ছে উনি কেন রাজনীতিতে অন্য কারো চেয়ে এগিয়ে যাচ্ছেন।
যাইহোক আমি ব্যাক্তিগতভাবে এমন প্রতিহিংসার তীব্র নিন্দা ও ঘৃণা করি এবং এর প্রতিবাদ জানাই। 
ঈশ্বর স্বয়ং সত্য হলে এর বিচার প্রত্যেকে এ মাটিতেই ভোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *