মডেল মসজিদ ৫০০ না, ৫০০০ বানালেও ধর্ম ব্যবসায়ীরা ভোট দিবে না।

Uncategorized

রাস্তায় ইট না শুধু, টাইলস বসালেও ওদের ভোট পাবেন না।

পদ্মাসেতু আরো দুইটা করলেও নেত্রীর বা আওয়ামীলীগের বদনাম করা বন্ধ হবে না।

মডেল মসজিদ ৫০০ না, ৫০০০ বানালেও ধর্ম ব্যবসায়ীরা ভোট দিবে না।

স্কুলের বই,উপবৃত্তিতে না শুধু, ছাত্রছাত্রীদের পড়ালেখা শেষ করে চাকরী পাওয়া পর্যন্ত ভাতা দিলেও ভোট দিবে না।

ঘরে ঘরে বিদ্যুৎ দেন কিন্তু আওয়ামীলীগের অফিসে আলো জ্বলবে না।

ফ্লাইওভার দিয়ে ১০০ কি মি গতিতে ছুটে চলে যাবে ভোটের কথা বললে খিস্তি মারবে!

চার লেনের কথা বলবেন?লাভ নাই!তারা বলবে জ্যামই ভালো ছিল।

ডাবল রেল নাইনের কথা বলে বুঝাতে চাইবেন?লস প্রজেক্ট দেখাবে!

যুদ্ধাপরাধীদের বিচারের কথা বললে বলবে জুডিশিয়াল কিলিং!

জিয়া পরিবারের দুর্নীতির বিচার করলে বলবে প্রতিহিংসা!

সরকারি চাকুরীজীবীদের বেতন দ্বিগুণের কথা বললে বলবে ক্ষমতায় থাকার স্বার্থে!
কোথায় যাবেন ভোট চাইতে?
লাভ নেই!

প্রধানমন্ত্রী ৩ কোটি ভ্যাকসিন ফ্রি দেয়ার ঘোষনা দিয়েছেন ।বঙ্গবন্ধু নিজের জীবন দিয়েছেন ,আপনিও দেশকে সোনা বানিয়ে দিলে ও এই জাতি কৃতজ্ঞতা জানাবে না.

জামাত বি এন পির দড়ি ছিরা ক্ষেত খাওয়া হাইব্রীডদের গলায় মালা না দিয়ে.

তৃণমূলের_কর্মীদের_মূল্যায়ন_করুণ, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার .
©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *