ছবিটি একটি নিরাপত্তারক্ষী কর্মীর । তিনি এ টি এম বুথের একজন নিরপত্তা কর্মী । তার সল্প বেতনের অর্ধেকটা তার পরিবারের ভরন পোষনের জন্য পাঠানো হয় । বাকী টাকাটা সে নিজের থাকা খাওয়ার জন্য ব্যয় করেন । সেখান থেকেও সে টাকা বাঁচিয়ে পরিবারের জন্য দুই একবার ভাল খাবার কিনে দেন ।
আমরা অনেকেই অনেক টাকার মাঝে থেকেও পরিবারকে ভালবাসতে পারিনা । অথচ সামন্য কটা টাকা বেতনে চাকুরী করেও তারা তাদের পরিবারকে সুখী করতে নিজের সুখ বিসর্জন দেয় ।
তাই বলব সাহায্য করতে হলে এই সমস্ত লোকদের সাহায্য করুন যারা হাত পেতে কখনই চাইবে না । আপনি যখন এ টি এম বুথে বিশাল অংক টাকার মাঝে বিলাস খুঁজেন আর তারা খুঁজে পরিতৃপ্তি একথালা পান্তা ভাত ও কাচামরিচ ও পেয়াজে ।
কখন ও যদি পারেন তাদের কে দু এক প্যাকেট খাবার গিফট করবেন । কারন মধ্যবিত্ত অনেকে টাকা না থাকলেও আত্মসম্মান বোধটা অনেক আছে , তারা ভিক্ষা পছন্দ করেন না ।