মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (SHED) এর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন-২০২১
পরীক্ষার তারিখঃ ১২ মার্চ ২০২১
সময়ঃ ১ ঘণ্টা ৩০মিঃ পূর্ণ মানঃ ৯০
১) অর্থসহ বাক্য রচনা করুন: – ৫
ক) কৃষ্ণের জীব খ) খড়ি পাতা গ) গঙ্গাজালে গঙ্গাপুজা ঘ) গন্ধমাধব বহিয়া আনা ঙ) ঘন্টা গরুর
২) শুদ্ধ করে লিখুন: – ৫
ক) পানিনি খ) ভগবত গ) মুর্ধন্য ঘ) রূপসী ও) লাঘবতা
৩) বঙ্গানুবাদ করুন: – ৫
Kazi Nazrul Islam is a poet of humanity. He is a rebel poet. He is a poet of love. He is a poet of beauty. He is a soldier poet. He is a poet of young or old aged persons irrespective of caste and creed. He is also my favorite poet.
৪) বিপরীত শব্দ লিখুন- ৫
ক)ক্ষিপ্র খ) খেদ গ) চূর্ণ ঘ) জঙ্গম
৫) রচনা লিখুনঃ সাইবার অপরাধ – ৫
৬) Fill in the gap with appropriate word(s): – ৫
a) It looks ………. she will start crying.
b) I shall adhere ………. my plan.
c) I wish I ………… a philosopher.
d) The child cried for ………, mother,
e) The man was accused for… murder.
৭) Write a short note on “Bangabandhu’s Speech of 7th March” – ৫
৮) Write down synonyms of the following words: – ৩
a) Velocity b) Rudimentary c) Cease
৯) Write down antonyms of the following words: . – ২
a) Vice b) Scanty
১০) Make sentences with the following phrases idioms with meaning in Bangla: – ৫
a) Add insult to b) Above one’s head c) Get by heart d) Read between the lines
e) Maiden speech
১১) Translate into English: -৫
ক) তাঁর জন্য জায়গা করে দাও
খ) সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল
গ) সুন্দরেরা যা করে তাই সুন্দর
ঘ) কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল
ঙ) নদীর তীরে এক কুটিরে তার বাস
১২) এক বাক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের ৮% কমিশন দিয়েও ১৫% লাভ করে। যে দ্রবের ক্রয়মূল্য ২৮০ টাকা তাঁর ধার্যমূল্য কত? – ৫
১৩) বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত? – ৫
১৪) 1/√2, 1, √2 ….. ধারাটির 8√2 হবে? – ৫
১৫) 125, (√5)2x=1 হলে x এর মান কত? – ৫
সাধারণ জ্ঞানঃ (১x২০)=২০
১৬) SPARRSO এর পূর্ণ রূপ কী?
১৭) বাংলাদেশের মানচিত্র প্রথম কে আকেন?
১৮) বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
১৯) মুজিবনগর স্মৃতি সৌধের স্থপতি কে?
২০) United Nations Environment Programme (UMEP) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
২১) অসলো শান্তি চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়?
২২) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
২৩) UNODC এর পূর্ণরূপ লিখুন ।
২৪) INCB এর পূর্ণরূপ লিখুন ।
২৫) ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়?
২৬) LAFTA এর পূর্ণরূপ লিখুন ।
২৭) মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “প্রজন্ম” কোথায় অবস্থিত?
২৮) রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি?
২৯) আন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
৩০) বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কোন সালে প্রথম যুক্ত হয়?
৩১) জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশ গুলোর জন্য কি পরিমান অর্থ মঞ্জুর করেছে?
৩২) কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে শাস্তির জন্য এক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
৩৩) Longwalk to freedom কার আত্মজীবনী?
৩৪) CEDAW এর পূর্ণ রূপ কী?
৩৫) পাবলো পিকাসো কোন ঘটনার প্রতিক্রিয়ায় গোয়ের্নিকা ছবিটি আঁকেন?