মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। কিন্তু বাঙালীকে বিশ্বাস করা বিপজ্জনক

নাস্তিক মৌলবাদী রাজেশ পাল

মানুষের চিন্তার জগৎ কখনো রাতারাতি পরিবর্তনশীল নয়। অভিজিৎ রায় বা জাকির নায়েক যার পথই অনুসরণ করুন না কেন , সুদীর্ঘ সময় ধরে একটু একটু করে ঘটে চিন্তার জগতে পরিবর্তন। এটাই মানব মনের কমন সাইকোলজি।

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন , যখন দেখা দেয় কারো মধ্যে , সদালপীর মুখে যদি ধ্বনিত হয় মুক্তমনার সুর , তখন নির্দ্বিধায় ধরে নেয়া যায় , এর মধ্যে কিছু একটা “কিন্তু ” অবশ্যই অবশ্যই আছে। 

যেকারণে রাতারাতি নাস্তিক হতে কট্টরপন্থী  হিন্দুত্ববাদীতে পরিণত হওয়া কার্টুনিস্ট মহোদয়কে আমি বিশ্বাস করতে পারিনা ,  ঠিক সেকারণেই একদিন শাপলা চত্বরে জেহাদী জোশে  “নাস্তেকদের পুসি চাই” শ্লোগান দেয়া , রাতারাতি হেফাজতী থেকে মুক্তচিন্তার পাওয়ার প্ল্যান্টে পরিণত হওয়া , আমার অনেক বন্ধুদেরই নয়নমণি , জনাব শাহ সুফী মুফতি আল্লামা আব্দুল্লাহ আল মাসুদকে ও আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব হলোনা বলে দুঃখিত!!

হুমায়ূন আজাদ স্যারের একটি বাণী  আমি বিশ্বাস করি মর্মে মর্মে। আর চেষ্টা করি অনুসরণ করতে সবসময়ই।

“মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। কিন্তু বাঙালীকে বিশ্বাস করা বিপজ্জনক”

কাজেই সাধু সাবধান ভাইলোগস। 🙂 🙂

(রাজেশ পাল এর ফেসবুক স্ট্যাটাস থেকে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *