মানুষের লম্বা লাইন আর সবাই বাংলাদেশের নরকে যাবার জন্যে উতলা হয়ে আছে

ফান

ফান হিসেবেই নিও বন্ধুরা ! যারা আগে পড়ো নাই তাদের জন্য !  যাদের হাসতে ভাল্লাগে না তারা প্লিজ হেসো না। লজ্জা পাবো। 👿👿😎😎😎😎

একটা লোক মৃত্যুর পর নরকের দরজায় এসে দেখলো যে, প্রত্যকের যেকোন দেশের নরকে যাবার ছাড় আছে……।।
লোকটি ভাবলো যে, আমেরিকার নরকটা দেখে আসি……
লোকটি সেখানে গিয়ে নরকের পাহারাদার কে বললঃ ভাই, আমেরিকার নরকে কি কি হয়…..??
পাহারাদার বললঃ বিশেষ কিছু না,
প্রথমে আপনাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ১ঘন্টা শক্ দেওয়া হবে…..
তারপর গরম কয়লার বিছানায় আপনাকে ১ঘন্টা শুইয়ে রাখা হবে……
তারপর এক দৈত্য এসে আপনার পিঠে ১০০ ঘা চাবুক মারবে……
এটা শুনে লোকটি তো খুব ভয় পেয়ে গেল এবং ওখান থেকে ইংল্যান্ডের নরকে চলে গেল…..
লোকটি সেখানের পাহারাদার কে বললঃ ভাই, এখানে কি কি হয়…..??
এই পাহারাদারটি ও আমেরিকার পাহারাদারের মতো প্রায় একই শাস্তির কথা বললো……
এরপর লোকটি এক এক করে সব দেশের নরকের দদরজায় গেল, প্রত্যেক জায়গাতেই লোকটি ভয়ানক সব শাস্তির কথা শুনলো…..
শেষে লোকটি এক জায়গায় এসে দেখলো দরজায় লেখা “বাংলাদেশের নরক”…..
দরজার বাইরে মানুষের লম্বা লাইন আর সবাই বাংলাদেশের
নরকে যাবার জন্যে উতলা হয়ে আছে…….
লোকটি ভাবলো…..নিশ্চয়ই এখানে শাস্তি কম, তক্ষুনি লোকটি পাহারাদার কে বললঃ ভাই, এখানে কি কি সাজা দেওয়া হয়…….??
পাহারাদার বললঃ প্রথমে আপনাকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ১ঘন্টা শক্ দেওয়া হবে…….
তারপর গরম কয়লার বিছানায় আপনাকে ১ঘন্টা শুইয়ে রাখা হবে……
তারপর দৈত্যের মতো এক লোক এসে আপনার পিঠে ১০০ ঘা চাবুক মারবে…..
লোকটি চমকে উঠে বললঃ আরে ভাই, অন্য দেশেও তো একই সাজা…… তাহলে শুধু এখানেই ভীড় কেন….??
পাহারাদার হেসে বললঃ আরে দাদা…..
এখানে ইলেকট্রিক চেয়ার তো আছে, কিন্তু কারেন্টের ঠিক-ঠিকানা নেই…….
কয়লা মাফিয়ারা এখানে কয়লা আসার আগেই সেগুলো লোপাট করে দেয়…..
আর যে দৈত্যের মতো লোকটি চাবুক মারে……
l










সে তো সরকারি কর্মচারী,
আসে আর চা, পান, সিগারেট খেয়ে চলে যায়….।।

একটি কথা লিখতে ভুলে গেছি, বাসু মুখার্জী নামে একজন আছে, যে কৌতুক লেখে হয়ত জানি না। কাল বহু ভুগিয়েছে আমায়। জানিনা এটা তার লেখা কিনা তবে তার লেখা হলে, থ্যানক্স জানালাম। আর নাহলে……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *