মুসলমানেরা ৯০% মুসলিমের দেশ ছেড়ে কেন অবৈধভাবে কাফিরের দেশে প্রবেশ করে

ধর্ম বাংলাদেশ ভারত মুসলিম

প্রতিভা ইদানিং প্রায়শই ক্রাইম পেট্রোল দেখে। ভারতে ঘটা বিভিন্ন অপরাধ-অনুসন্ধানকে নাটকীয়তা যোগ করে অভিনয় করে দেখানো হয় এর মাধ্যমে। আজ এমন একটা এপিসোড দেখতে গিয়ে লজ্জায় নত হয়ে গেলাম।

বাংলাদেশের কিছু অবৈধ ইমিগ্র্যান্ট ভারতের ফরিদাবাদ (সত্যিকারের ঘটনাটা ঘটে জয়পুরে) শহরে ডাকাতি ও ধর্ষন করে। পুলিশ তাদের ধরতে গলদঘর্ম হয়ে যায়, কিন্তু কোন ক্লু পায় না। শেষ পর্যন্ত অবশ্য তাদের তিনজনকে ভারতেই ধরতে পারে। বাকি একজন বাংলাদেশে গ্রেফতার হয়।

এপিসোডটা দেখার পরে নেটে সার্চ দিয়ে দেখতে পেলাম ঘটনাটা আসলে সত্যিই, যদিও ওখানে যতটা নাটকীয়তা দেখানো হয়েছে ততটা নয়। আর এই গ্যাংদের গ্রেফতারের সূত্রটা পেয়েছিলো বাংলাদেশ পুলিশ, ভারতীয় পুলিশ নয়। একজন বাংলাদেশী হিসেবে নিজের দেশের মানুষকে আরেক দেশে গিয়ে এ ধরণের অপরাধ করতে দেখে সত্যিই নিজেকে খুব ছোট লাগছিলো।

আরেকটা বিষয়, আমি এতোদিন ভেবে এসেছি ভারতে অবৈধ ইমিগ্রান্ট বোধ হয় কেবল হিন্দুরা, যারা বাংলাদেশ থেকে তাড়া খেয়ে বা ভয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। কিন্তু এখন জানলাম, ভারতে প্রচুর বাংলাদেশী মুসলিম অবৈধ ইমিগ্রান্ট আছে।

আরো খোঁজ নিয়ে দেখলাম ভারতের কারাগারগুলোতে প্রচুরসংখ্যক বাংলাদেশী মুসলিমরা রয়েছে। আমি বুঝি না তারা ৯০% মুসলিমের দেশ ছেড়ে কেন অবৈধভাবে কাফিরের দেশে প্রবেশ করে।

(সন্ন্যাসী রতনের ফেসবুক স্ট্যাটাস থেকে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *