যশোর সদরের চেঙ্গুটিয়া গ্রামের নামকরণ

Uncategorized

যশোরে গ্রামের সংখ্যা ১ হাজার ৪শ’ ৭৭টি। আর মৌজার সংখ্যা ১ হাজার ৩৬টি। এছাড়া অনেক স্থান রয়েছে। এইসব গ্রাম এবং স্থানের নামকরণ নিয়ে নানা মজার কাহিনী রয়েছে। এইসব নিয়ে কাজ শুরু করেছি। আজ লিখছি যশোর সদরের চেঙ্গুটিয়া গ্রামের নামকরণ নিয়ে। কথিত আছে-মৌর্য-বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের(৩২৪-৩০০ খ্রি:পূর্ব) পৌত্র বিন্দুসারের(৩০০-২৭৩) আমলে শ্রীঅঙ্গ বা শ্রীঅঙ্গু নামে সম্রাটের অধীনস্থ জনৈক সামন্তরাজা এখানে একটি টিয়া বা রাজ্য প্রতিষ্ঠা করে শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। তখন অভয়নগরে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রাধান্য ছিল। ষষ্ঠ শতকে প্রচারিত বৌদ্ধধর্মের প্রবাহ অভয়নগরকে প্লাবিত করে দিয়েছিল। শ্রীঅঙ্গ নিজেও বৌদ্ধ ছিলেন। এলাকাবাসীর কাছে তিনি চিঅঙ্গু নামে পরিচিত ছিলেন। চিঅঙ্গু রাজ্য প্রতিষ্ঠা করার পর এলাকাটি চিঅঙ্গুর টিয়া নামে পরিচিত পায়। যা ক্রমপরিবর্তনের মাধ্যমে চেঙ্গুটিয়া নাম ধারণ করে। মোগল আমলের প্রারম্ভ হতে মধ্যভাগ পর্যন্ত চেঙ্গুটিয়ায় আরকানি মগ ও পর্তুগিজ দস্যুরা বসতি গড়ে তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *