যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে প্রশ্ন করলেন ধর্ম কি?

Uncategorized

যুধিষ্ঠির পিতামহ ভীষ্মকে প্রশ্ন করলেন ধর্ম কি?

পিতামহ ভীষ্ম উত্তর দিলেন, ‘ যে আচরণ অন্যে তোমার প্রতি করুক তা তুমি চাও না, সেই আচরণ তুমিও অন্যের প্রতি করোনা, সংক্ষেপে এই হলো মানুষের ধর্ম’।

আমরা বেশিরভাগ মানুষ বোধহয় উল্টোটাই করি!

আসলে মানুষের ভেতরে ঘাপটি মেরে থাকা আমিত্ব মনে হয় মানুষের সবচেয়ে বড় শত্রু!

মহাভারতের শেষ অংকে পাণ্ডবরা রাজ্য ছেড়ে মহাপ্রস্থানে চলেছেন। হিমালয়ের পথ ধরে এগিয়ে চলেছেন মহাপ্রস্থানে।

একপর্যায়ে পড়ে গেলেন দ্রোপদী। তাই দেখে ভীম যুধিষ্ঠিরকে বললেন দ্রৌপদীর এমন হলো কেন?
যুধিষ্ঠির বললেন, দ্রৌপদীর অর্জুনের উপর পক্ষপাতিত্ব ছিল, সে অর্জুনকে বেশি ভালোবাসতো। তাই তাঁর এই পরিণতি।

এরপর সহদেবের পালা। এবার যুধিষ্ঠির ভীমকে বললেন, সহদেব নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবতো তাই তাঁর এই পরিণতি।

নকুলের ব্যাপারে যুধিষ্ঠির বললেন, নকুল নিজেকে সবচেয়ে বেশি সুন্দর ভাবতো, সেই অহংকারে তাঁর পতন।

অর্জুনের পালা আসলে যুধিষ্ঠির ভীমকে বললেন, অর্জুন বলতো সে নিজেই সব শত্রু নিধন করবে, কিন্তু কথা রাখতে পারতো না। তাই তাঁর পতন হলো।

সবশেষে ভীম পড়ে গেলে যুধিষ্ঠির বললেন, তুমি বড্ড বেশি খেতে ভাই। অন্যের শক্তি কতটা তা না জেনেই নিজের শক্তির বড়াই করতে!

মানুষ হিসেবে যখন এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন ভাবি তখন নিজেকে বড্ড ক্ষুদ্র মনে হয়। অথচ এই ক্ষুদ্র একজন হয়েও আমাদের কতকিছু নিয়ে কত অহংকার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *