যে মেয়ের ইচ্ছে সে নিজের টাকায় সিগারেট ফুকবে না চুরুট ফুকবে না সিগার ফুকবে এটা তার একান্ত অভ্যাসগত নিসজ্বতা ও ব্যাক্তি স্বাধীনতা

Uncategorized

বাংলাদেশের আপামর ফেসবুক ইউজার ও তৌহিদী জনতার ইদানিং দেখছি একএকটা জিতাজাগতা জুডিশিয়ারি পারসন/বডি  ।
মেয়াদোত্তীর্ণ গাঞ্জা কি পরিমানে সেবন করলে এমন ফাকটাবমার্কা,ফালতু,আজাইরা,সেকেলে, ধ্যান ধারণা পুষে রেখে এমন মিনিংলেস কথা বলা যায় এবং অকারণে একজন নারীকে ফিজিক্যালি,মেন্টালি পাব্লিক প্লেসে হ্যারাস করা যায় এমনকি আশেপাশের অতিউৎসাহী তৌহিদি জনতা আবার হাততালি দিয়ে বাহবা দেয়। যে মেয়ের ইচ্ছে সে নিজের টাকায় সিগারেট ফুকবে না চুরুট ফুকবে না সিগার ফুকবে এটা তার একান্ত অভ্যাসগত নিসজ্বতা ও ব্যাক্তি স্বাধীনতা এই  অধিকারটি নারী-পুরুষ নির্বিশেষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে দিয়েছে। আপনারা কোন সেন্সলেস হনু যে একটা মেয়ের সিগারেট টানা নিয়ে এত মরনজ্বালা হচ্ছে।
ঐ মেয়েটি যদি   তৌহিদী জনতা বা পায়ূসৈনিকদের দ্বারা  ফিজিক্যাল হ্যারাজমেন্টের শিকার  হতো তাহলে দায়িত্ব আপনারা নিতেন,,,,,??? 😡😠🤬
এরাই এই তৌহিদি জনতার ভীড়ে সহস্র পটেনশিয়াল রেপিস্ট সর্বদা রাজপথে বিদ্যমান ।রাস্তায় সিগারেট /বিড়ি খাওয়া পুরুষ দেখলে অন্য পুরুষ লাইটার চাওয়ার জন্য যায়।আর বিড়ি টানা মহিলা দেখলে ফোন বের করে ভিডিও করে তাকে আক্রমণ করতে যায়,, এটা কোন সাইক্লোজিক্যাল ডিসএ্যাবিলিটি  নাকি নাইনসাফি রে ভাই,,,,??
কে কী খাবে, পড়বে এবং পরবে, দেখবে সেটা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না।আর পোলারা যে রাস্তায় হিসু কত্তে কত্তে সিগারেট ফুকে, সেটা কোন ধারা কতো নাম্বর  ধারা অনুযায়ী বেআইনি/দন্ডনীয়,,,,, ? 🙄এটা মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার,,সিগারেট টানতে বীচি লাগে এই দেশে,,, 😪
পাবলিক প্লেসে মেয়েটার সিগারেট টানা টা ন্যাচারাল না তাই বলে তাকে তিরস্কার করাটা জঘন্যরকম অমানবিক ও বাজে লেগেছে তার চেয়ে বেশি অসহ্য, কুৎসিত, কুরুচিপূর্ণ  লেগেছে এই স্থানে উপস্থিত তোহিদী ঘরনার লোকগুলার আলগা সুশীলত্ব। সে শুধু একটা মেয়ে বলে তাকে এভাবে হেনস্তা করা হইছে। দেশে শত শত ছেলে অনায়াসে সিগারেট টানে, এরা কি একটা ছেলের কাছেও গিয়ে কখনও এরকম সুশীলত্ব দেখিয়েছে,,,???পাবলিক প্লেসে যখন একটা মেয়ে কে অশ্লীল বক্তব্য & ইভটিজিং- হ্যারাস করা হয় তখন এই চুশীল তৌহিদী ঘরনার চিন্তাবিদদের আদৌ খুজে পাওয়া যায় না।দাদারা(চুশীলরা) তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে।
সিগারেট ম্যানুফ্যাকচারের সময় কি ফ্যাক্টরিতে বলে দেয় ‘অনলী ফর ম্যান’,,,,!
মেয়েরা সিগারেট ফুকলে তাদের হেনস্তা করতে হবে, হ্যারাস করতে হবে, এ্যাবিউজ করতে হবে,,,, ?🙂
আমি মোটেও সমর্থন করছিনা কিংবা সিগারেট টানা প্রমোট করছি না।কিংবা তথাকথিত ফ্যেমিনিজমের আগুনে বাতাসও দিচ্ছি না।
কিন্তু আপনি সমাজের আইন শুধু একপক্ষীয় ঠিক করবেন কেন!?
মেয়েরা খেতে পারবেনা-তাইলে প্রকাশ্যে ছেলেরাও পারবে না,সিম্পল হিসেব।
পাড়ার কয়টা বখাটে ছেলেকে গিয়ে এম্নে শাসন করতে পারবেন সিগারেট খাওয়ার জন্যে-বুকে হাত দিয়ে বলেন তো,,,,,??
জায়গামত পারেন না তাই আসছেন আবলা কে হাইকোর্ট দেখাতে,,, যত্তসব,,, আ_াল,,🤬😠

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *