রমেশ চন্দ্র মজুমদার যাকে Doyen of All Historians বলা হত তাঁর সুবিশাল ব্যাপ্তির জন্য 1888 সালের আজকের দিনে জন্মগ্রহন করেছিলেন ।
প্রখ্যাত ঐতিহাসিক ডঃ প্রতুলচন্দ্র গুপ্ত , তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , রমেশচন্দ্র মজুমদার সম্বন্ধে বলেছিলেন —- “ ঐতিহাসিক হিসেবে স্যার ( রমেশ মজুমদার ) সেই পর্যায়ের মানুষ যাঁর জুতোর ফিতে খোলার যোগ্য আমরা নই । “
এম এ পাশ করে বসে আছেন রমেশ চন্দ্র মজুমদার , তাঁকে তলব করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য । সেটা ১৯১৪ সাল । রমেশ এলে স্যার আশুতোষ বললেন — “ তুমি ভারতবর্ষের ইতিহাসচর্চাকে কাব্যপুরাণ লোককথার স্তর থেকে বিশুদ্ধ গবেষণার স্তরে উন্নীত করো । “
“……there has been a deliberate attempt to re-write the history of India by considerably toning down, if not altogether effacing from pages of history, the whole episode of the bigotry and intolerance shown by the Muslim rulers towards Hindu religion.” – Ramesh Chandra Majumder
কোনো প্রলোভন কোনো ভয়কে পাত্তা না দিয়ে বারংবার প্ৰকৃত ইতিহাস জনসমক্ষে তুলে ধরেছেন, নেহরুভিয়ান লাইনে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বারংবার সোচ্চার হয়েছেন। স্ট্যালিনের অপশাসনের সঙ্গে নেহরুর তুলনা করেছেন।
” The present official line in historiography is, if anything, even more militantly partisan than it was in Stalin’s day.” The Soviet politicians have a narrow and utilitarian view of the functions of scholarship.” In the Soviet Union today hisyorians, like everyone else , are required to believe that, by some mysterious process unfathomable to an ordinary mortal , the party has been unfallible.”
If we substitute “Jawaharlal Nehru” for Stalin and the “Republic of India” for Soviet Union, the above passages give a fairly accurate picture of Indian historiography in 1973. There is hardly and doubt that if we go on in this was, this country will ere long belong to the same category so far as the writing of history in concerned.”
শুধু তাই নয়, ইসলামিক শাসনের প্ৰকৃত স্বরূপ তুলতে কোনোদিন পিছপা হোননি, ভারতকে দার উল ইসলাম বানানোর প্রচেষ্টা সম্পর্কে বারবার সতর্ক করেছেন । উনিই প্রথম ঐতিহাসিক যিনি হিন্দু মুসলিম সম্পর্ককে ইতিহাসের আলোয় বিশ্লেষণ করার চেষ্টা করেছেন ।
“…Indian history indicates that the dissension between the communities started on the day Mahmud Ghori set hia foot on India and man’s reason and vision cannot reach a point of time when it will disappear……. not unless as in Persia, all the Hindus are converted to Islam.”
নিম্নোক্ত ছবিতে দুই কিংবদন্তী ড: রমেশ চন্দ্র মজুমদারের সঙ্গে ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ।
*** লেখাটির কিছু অংশ Chayan Mukherjee থেকে নেওয়া ***