রাজেন্দ্র কলেজ যার নামে সেই রাজেন্দ্র বাবুর বাড়ি

Uncategorized

ফরিদপুরের বাইশরশি জমিদার বাড়ির আকুতি।ধ্বংস নয় সংরক্ষণ করা হোক
🔴রাজেন্দ্র কলেজ যার নামে সেই রাজেন্দ্র বাবুর বাড়ি

হে বাঙালি! আমার জীর্ণ দেহে বুলডোজারের আঘাত নয়। তোমাদের ভালোবাসা আর পরম মমতা পেলে আমি হতে পারি বাংলাদেশের সেরা পর্যটন কেন্দ্র দিতে পারি বৈদেশিক মুদ্রা।

এককালে প্রতাপশালী বাইশরশি জমিদাররা ফরিদপুর-বরিশালসহ ২২টি পরগনার বা জোত মহলের অধিপতি ছিলেন।জমিদারি পরিচালনার পাশাপাশি তখনকার দিনে বাইশরশির বাড়িটির প্রায় ৫০একর জমি নিয়ে কয়েকটি বাগানবাড়ি, পুকুর, পূজামন্ডপ ও দ্বিতলা বিশিষ্ট ছোট-বড় ১৪টি দালান কোঠা দিয়ে ঢেলে সাঁজিয়ে ছিলেন।

দু’শ বছরের পুরানো এই জমিদারী ঐতিহ্য কে সংরক্ষণ করা গেলে বাইশরশি জমিদার বাড়িকে ঘিরে পর্যটন কেন্দ্রের উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে যেতো।

প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে বাড়িটির সৌন্দর্য্য। সরকার একটু নজর দিলে হতে পারে দেশের মধ্যে অন্যতম পর্যটক কেন্দ্র।

কথিত আছে,ফরিদপুরের  উদ্ধর চন্দ্র সাহা নামক একজন লবন ব্যবসায়ী। লবন বিক্রয়ের উদ্দেশ্যে নদী পথে যাবার সময় ভাঙ্গনে কবলিত কোন এক পরিত্যক্ত বাড়ির ধ্বংসাবশেষ হতে গুপ্তধন  প্রাপ্ত হন। এভাবে অর্থ প্রাপ্তির পর তিনি বাইশরশিতে বিশাল জোতদারি  ক্রয় এবং জমিদারী প্রতিষ্ঠা করেন।

একসময় সাহা পরিবারটি ইংরেজদের কাছ থেকে সাহা উপাধির পরিবর্তে রায় চৌধুরী উপাধী লাভ করেন।

📢📢পরিশেষে বাইশরশি জমিদার(রাজেন্দ্র বাবুর)বাড়ি ধ্বংস নয় হোক সংরক্ষণ।
ছবি Ali Mukim
স্থানঃ বাইশ রশি সদরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *