## শিক্ষিত জঞ্জাল ##
—- স্নেহাশিস পালিত
বিভ্রান্তি নিয়েই কেটে গেল সারাদিন..
শিক্ষা শুনেছি অন্ধকার কাটে,
সরিয়ে দেয় মানসিক যত জঞ্জাল
শুদ্ধ হই মননে, জ্ঞানের আলোকে ক্রমে,
এগিয়ে চলি বিদ্যামন্দিরে শিক্ষার আাশে!
সরষের মধ্যে ভুত থাকে — নতুন কিছু নয়,
সংস্কৃতির নিক্তিতে বিচার করি,
যাচাই করি মানুষ পশুর মূল তফাৎ…
শিক্ষিতের আড়ালে ঘাপটি মারা বন্যতা —
প্রকাশিত আজ নির্লজ্জের চরমতায়!
সংস্কৃতির পীঠস্থান কলঙ্কিত দিনেদুপুরে…
জাতীর মেরুদন্ড আক্রান্ত দেখি মনোবিকারে,
সামাজিক লজ্জা, নিরাপত্তা, হাজার প্রশ্ন —-
উঁকি মারে সভ্যতার বিদগ্ধ মননে,
কুশিক্ষা রেখে যায় শিক্ষিত জঞ্জালের স্তুপ!