শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর “আলোচনা প্রসঙ্গে” বইয়ের ২১তম খণ্ডের ১০৭ নম্বর পৃষ্ঠায় আত্মার পুনর্জন্ম প্রক্রিয়া বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন “মৃত্যুর পর মৃত ব্যক্তির আত্মা তার মৃত্যুকালে সঙ্গমরত কোনো পুরুষের শুক্রাণুর সাথে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ করিয়ে সেই শুক্রাণুর মধ্যে প্রবেশ করে। অতঃপর সেই শুক্রাণুর দ্বারা সেই সঙ্গমরত পুরুষের সঙ্গিনী গর্ভবতী হলে সেই মৃত ব্যক্তির পুনর্জন্ম ঘটে।”
এটুকু পড়ার পর যাদের মনে হচ্ছে তিনি সাইন্সের সাথে জনি সিন্সের মত নির্মম আচরন করেছেন, তারা পরবর্তী অংশ পড়ার আগে পাজামার নাড়াটা একটু শক্ত করে বেঁধেনিন। কোনো আত্মার টানাটানিতে খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।
শ্রী শ্রী ঠাকুর তার পুনর্জন্ম তত্ত্বকে সম্পূর্ণতা দিতে “আলোচনা প্রসঙ্গে” বইয়ের ১৭তম খণ্ডের ১৩৫ পাতায় স্ট্যাটিক ইলেক্ট্রো-ম্যাগনেটিজম থিওরির সাথে ভ্রাম্যমান আত্মার অসাধারণ ককটেল প্রস্তুত করেছেন। ঠাকুর লিখেছেন –
“. . . কোনো দম্পতি যেখানে ঐভাবে ভাবিত হয়ে মিলিত হয়, তখন Tuning-এর (একতানতার) দরুন একটা Magnetic Pull-এ (চৌম্বক আকর্ষণে) ঐ ভাব সেখানে সন্ততিরূপে দেহায়িত হওয়ার সুযোগ পায়।”
ব্যাপারটা একটু সিমপ্লিফাই করা যাক। অনুকূল বুড়ো বলে কিনা, কোনো দম্পতি যখন এঞ্জয়গুরু করে তখন পুরুষের দন্ডে-পুরুষোত্তমটি ঘর্ষণের কারণে চুম্বকে পরিণত হয়। এবং আত্মা সেই চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে শরীরে প্রবেশ করে পুনর্জন্ম লাভ করে।
বুঝলেন? না বুঝে থাকলে আরেকবার পড়ুন। এবার ব্যাপারটা একটু নিজের সাথে কল্পনা করুন দেখি। মনে করুন আপনি ও আপনার সঙ্গী এঞ্জয়গুরু করছেন। সেই ঘর্ষণে আপনার বা আপনার সঙ্গীর দন্ডে-পুরুষোত্তমটি চুম্বকে পরিণত হল। আর সেই চুম্বকের টানে আত্মা এসে তাতে প্রবেশ করছে! উফঃ কি মারাত্মক ব্যাপার! যদি সেসময় কাছাকাছি একটাই আত্মা থাকে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি একাধিক আত্মা থাকে তাহলে? আপনি জয়গুরু করছেন, আর কয়েকটা আত্মা আপনার দন্ডে-পুরুষোত্তম দখল করার জন্য ঢিসুম-ঢিসুম শুরু করেছে! আর যতক্ষণে তাদের ফাইট শেষ হল ততক্ষনে আপনার চুম্বক ল্যাটা মাছে পরিণত হয়েছে। তা দেখে বিজয়ী আত্মা চোখের জল ফেলে অন্য এঞ্জয়গুরুরত দম্পতির খোঁজে বেড়িয়ে পড়ল!
ইমাজিনেশনের লেবেলটা ভাবুন একবার! মাইরি বলছি, বিজ্ঞানী অটো ভন গেরিক জীবদ্দশায় অনুকূলের সাক্ষাৎ পেলে তার দন্ডে-পুরুষোত্তমে প্রণাম করে বলতেন ―
“ঠাকুর আমি দীক্ষা তো নেবই, দুষ্টভৃতিও দেব। আপনি প্লিজ বিজ্ঞান মারাবেন না।”
বিঃদ্রঃ – পোস্টের সাথের এই ফটোশপকৃত ছবিটা কেবল দৃষ্টি আকর্ষণের জন্য।