“সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেবযানঃ
যেনাক্রমন্ত্যৃষয়ো হ্যাপ্তকামা যত্র তৎ সত্যস্য পরমং নিধানম”……… [মুন্ডক উপনিষদ ৩.১.৬]
“সত্যের জয় সর্বত্র, মিথ্যার নয়।
সত্যের দ্বারা ঐশ্বরিক পথ পরিপূর্ণ হয়, যারা ইচ্ছা থেকে মুক্ত, সত্যের সর্বোচ্চ আবাসে পৌঁছায়।”
lশ্রী শুভ সেনগুপ্তের জামিনে মুক্তি আজ এই অমোঘ সত্যকেই প্রমাণিত করলো পুনরায়। সম্প্রতি
সুরাওয়ার্দি-জনিত একটি অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল কয়েক দিন আগে। কিন্তু সত্য অব্যর্থ, এক ও অদ্বিতীয়, মিথ্যার আবরণে তাকে আচ্ছাদিত করা যায় না।
গত রাত্রে বেঙ্গল ভলান্টিয়ার্সের কাছে একটি বিশেষ অনুরোধ আসে এই বিষয়ে সম্যক, প্রামাণ্য তথ্যাবলী প্রকাশ করার জন্য। আমরা অতি দ্রুততার সাথে তা একত্রিত করে সরবরাহ করি। সূত্রে প্রকাশ, এই সকল তথ্য কল্যাণীয় শুভর মুক্তির ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করেছে।
ধন্যবাদ সবাইকে যাঁরা এই সংগ্রামে অংশগ্রহণ করেছেন ও তাকে সফল করে তোলার জন্য জগদীশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
বেঙ্গল ভলান্টিয়ার্স – লক্ষ্যে অবিচল।