সনাতন ধর্মে দেবদেবীর অভাব পরছে নাকি?

Uncategorized
সনাতন ধর্মে দেবদেবীর অভাব পরছে নাকি? 
কি নেই আমাদের ধর্মে ? বেদান্ত জ্ঞান, রামায়ন ও মহাভারত এর সদাচার শিক্ষা ,পুরান এর মানবিক শিক্ষা,গীতার জীবন দর্শন ,চন্ডীর শক্তি তত্ত্ব এতো কিছু বাদ দিয়ে 
আমাদের কে আগ বাড়িয়ে মঠ মন্দিরে কেন যীশুর পূজা করতে হবে। বিশেষ করে রামকৃষ্ণ মিশনের এটা কিসের  মতলব জানি না।
🌼ভগবান শ্রীকৃষ্ণ অজুর্ন কে বলেছেন🌼
শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্টিতাৎ
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ  পরধর্ম ভয়াবহঃ
অনুবাদঃ স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত  হলে ও উত্তমরুপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট,স্বধর্ম সাধনে যদি মৃত্য হয় তবে তা ও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক।……. গীতা ৩/৩৫

আমি আমার ধর্মের জন্য গর্বিত । আপনারা যারা নিষ্ঠাবান হিন্দু আছেন- তাঁরাও গর্ব করেন ।আমাদের সনাতন ধর্ম, আমাদের গর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *