সফলতার গল্প- প্রতিটা টপিক্স ধরে পড়তাম- ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম।
সংসার, চাকরি করলে বিসিএস ক্যাডার হওয়া যায় না বলে যারা অজুহাত তোলে
তাদের জন্য তিনি এখন দৃষ্টান্ত। অনার্স শেষ করার পর বিয়ে করেছিলেন। অনেকে তাকে বলত, বিয়ে করলে পড়াশোনা বা বিসিএস কোনোটিই হবে না। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র নন
সমকাল, ২৫.১১.১৮