সরস্বতী বিদ্যা,জ্ঞান,সংগীত,শিল্পকলার দেবী।

Uncategorized

সরস্বতী বিদ্যা,জ্ঞান,সংগীত,শিল্পকলার দেবী। তাই উনার পূজায় কেবল “লুঙ্গি ড্যান্স” না করে শিল্প সাহিত্যের নানা শাখার চর্চা এবং প্রচার প্রসার হবার কথা ছিল৷ কিন্তু ডিজে আর উচ্চশব্দের অপ্রাসঙ্গিক গান এবং ততোধিক অপ্রাসঙ্গিক পাগল নাচের আড়ালে যা হয়, তাকে আর পূজা নামে পরিচয় দেয়া যায় না।আমার তো রীতিমতো লজ্জা হয়৷ এই অপসংস্কৃতির জোয়ারে কেউ যখন স্রোতের বিপরীতে শুদ্ধ সংস্কৃতি চর্চার দিকে এগিয়ে যেতে চায়,তাকে টুপিখোলা কুর্নিশ জানাতে মন চায়। নিচের খবর টা তেমনি,
” অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো “

আমাদের মাতৃ আরাধনা হোক,মায়ের প্রতি ভালবাসা প্রকাশের উপায়,সংস্কৃতি বিকাশের উপায়,আত্মোন্নতির উপায়….🙏

“সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সরস্বতি পূজার ঐতিহ্য পূজামন্ডপে প্রথমবারের মতো ফটোগ্রাফি ও পেইন্টিং নিয়ে আয়োজিত প্রদর্শনী জমে উঠেছে।

সকাল থেকে শিল্প-প্রেমীদের পদচারণায় ঐতিহ্য প্রাঙ্গণ ছিল মুখর। সকালে কিছুটা ভিড় কম থাকলেও দিন গড়াতেই পরিণত হয় লোকে-লোকারণ্য। আগত সবার স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী উপভোগ করেন। 

Ôদ্যা ট্রেস অব টাইমÕ শিরোনামে এ প্রদর্শনী রাত ১০টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, সিলেটের প্রতিশ্রুতিশীল আলোকচিত্রী ও থিয়েটারকর্মী কমলজিৎ  শাওন ও চিত্রশিল্পী এবং আর্কিটেক্ট অপু কান্ত ঋষি যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেন।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ২১টি ছবি। তার মধ্যে কমলজিৎ  শাওনের ১১টি এবং অপু কান্ত ঋষি’র ১০টি ছবি রয়েছে।

কমলজিৎ শাওনের ফটোগ্রাফির মধ্যে মুক্তিযুদ্ধ, শিশুশ্রম, আবহমান গ্রাম বাংলা, টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন মৌলিক ছবি রয়েছে। একইভাবে অপু কান্ত ঋষি’র সমসাময়িক নানা মাধ্যমের শিল্পকর্ম রয়েছে প্রদর্শনী তে “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *