সর্বপ্রথম কম্পিউটার থেকে কম্পিউটারে পাঠানো মেসেজটি কী ছিল? আসুন জেনে নিই

কম্পিউটার প্রযুক্তি বিজ্ঞান

সর্বপ্রথম কম্পিউটার থেকে কম্পিউটারে পাঠানো মেসেজটি ছিল “lo”। ১৯৬৯ সালে Leonard Kleinrock এবং তার ছাত্র Charley Klein এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটি মেসেজ পাঠাতে চেয়েছিলেন যেখানে লিখা ছিল ‘login’, কিন্তু যে কম্পিউটার থেকে  মেসেজটি পাঠানো হচ্ছিল ‘lo’ লিখার পরপরই কম্পিউটারটি ক্রাশ করেছিল !

ভাল থেকো সব্বাই !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *