সর্বপ্রথম কম্পিউটার থেকে কম্পিউটারে পাঠানো মেসেজটি ছিল “lo”। ১৯৬৯ সালে Leonard Kleinrock এবং তার ছাত্র Charley Klein এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটি মেসেজ পাঠাতে চেয়েছিলেন যেখানে লিখা ছিল ‘login’, কিন্তু যে কম্পিউটার থেকে মেসেজটি পাঠানো হচ্ছিল ‘lo’ লিখার পরপরই কম্পিউটারটি ক্রাশ করেছিল !
ভাল থেকো সব্বাই !