সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে একজনও আলেম-ওলামা নাই। আটষট্টিজন বীরউত্তমের মধ্যে একজনও আলেম-ওলামা বা মাওলানা নাই।
১৭৫ জন বীরবিক্রমের মধ্যে একজন মুফতি নাই।
৪২৬ জন বীরপ্রতীকের মধ্যে একজনও আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন মুফাচ্ছের নাই। তবে দুইজন মহিলা আছেন!
দেশ কে স্বাধীন করতে কত ধরণের মুক্তি বাহিনী গঠিত হয়েছে! কিন্তু একজন হুজুরের নেতৃত্ব ০৫-১০ জন মাদ্রাসার ছাত্র নিয়ে কোন প্রতিরোধ যুদ্ধের নজির পাওয়া যায়নি। গিয়েছে কি?
তবে, তাদের নজির পাওয়া গেছে পাকিস্তানি কর্তৃক বাংলার মা-বোন ধর্ষণে সহযোগী হিসেবে।
অথচ ১১ বছরের শিশু শহীদুল ও যুদ্ধ করেছে।
উপজাতিরা যুদ্ধ করেছে। তারামন বিবিরা যুদ্ধ করেছে, বিদেশিরা যুদ্ধ করেছে।
তখনও আমরা মুসলিম জনগোষ্ঠী ছিলাম।
তখন কেউ বলেনি ৯০% মুসলমানদের দেশ, পূর্ব পাকিস্তান।
এরাও নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন শরিফ পড়ে। এরা নিরিহ লোক, এদেরকে ছেড়ে দিন।
তখন লুঙ্গিখুলে *** চেক করে দেখা হয়েছে সুন্নতেখাতনা দেওয়া আছে কি না?
হিন্দুদের সাথে বন্ধুত্ব করা তখন পাপ ছিল।
অথচ, সুন্দরী হিন্দু মা-বোনদের রাতের পর রাত ধর্ষণ করতে মোটেও অসুবিধা হয়নি।
ইসলাম, ইসলাম বলে বলে গলা ফাঁটান আমাদের কিছু বিরাট মাপের জ্ঞানীরা।
হে জ্ঞানী ইসলামের কোথায় বলেছে, যুদ্ধে গিয়ে অসহায়, অবলা নারীদেরকে ধর্ষণ করো। কোথায় বলেছে, বল???
বলে নি? ও, আচ্ছা। বলেনি। ভেরিগুড।
১৯৭১ সালে ২ লাখেরও বেশি মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছে।
এটা তো দিবা লোকের মতো সত্য, নাকি??
কোন দিন তো শুনলাম না যে, কোন মৌলবি/বা হুজুর এটার বিচার চেয়েছে? চেয়েছে কি? কেন চাই নি?
জাতীয় সংগীত নিয়ে কথা বলতে এসেছেন, না-পাক, পাকি বাচ্চাদের আর কি বলবো, বলুন?
………………………………………………………………………
আমরাও বুঝি সব হুজুর বা মৌলবী ওদের মতো খারাপ নয়। তাদেরকে সম্মান করি যারা ধর্মের অপব্যখ্যা করেন না, যারা এখনো শান্তির বার্তা বহন করেন, তাদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা❤️।