সাত বার যুদ্ধে পরাজিত রবার্ট ব্রুস যদি নতুন কৌশল অবলম্বন করে অষ্টম বারে জয়ী হতে পারে তা হলে আজকের ব্যার্থ তুমি ও কাল জয়ী হবে।
.
সত্য বালক রিটার্নস যদি হাইস্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া সেই ছেলেটি পরের দুই যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে, তাহলে আজকের ব্যার্থ তুমিও একদিন কিছু হতে পার। .
.
যদি ভার্সিটিতে সিনেম্যাটিক আর্টসে ভর্তি হতে ব্যার্থ হওয়া ছেলেটি আজকের মুভি ওয়ার্ল্ডের দুনিয়া কাঁপানো স্টিভেন স্পিলবার্গ হতে পারে, তাহলে পাবলিকে না টেকার ব্যার্থতা কখনোই তোমার সাফল্য কে আটকে রাখতে পারবে না। .
.
যদি ৯ বছর বয়সে চাচা ,চাচাত ভাইদের কাছে সেক্সুয়াল অ্যাসল্টের স্বীকার হওয়া দরিদ্র মায়ের মেয়ে পরবর্তিতে টিভি লেজেন্ড অপেরা উইনফ্রে হতে পারে, তাহলে তোমার পরিবারের দারিদ্রতা তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারবেনা। .
.
যদি “ক্রিয়েটিভিটির অভাব আছে” এমন দুর্নাম নিয়ে চাকরি থেকে বরখাস্ত হওয়া যুবকটি পরবর্তীতে নিজেকে বিংশ শতাব্দীর সেরা ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়ার্ল্ড ডিজনি নামে পরিচিত করতে পারে তাহলে বিসিএসের ব্যার্থতা কখনোই তোমার ক্যারিয়ারের ফুলস্টপ হতে পারেনা। .
.
যদি রেস্টুরেন্টে বেয়ারার কাজ করা সেই মহিলাটি নিজের লেখা পান্ডুলিপিটি নিয়ে ২৭ জন প্রকাশকের কাছে ঘুরে ব্যার্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের ৮ বছরের বাচ্চা মেয়ের অনুরোধে প্রকাশিত হওয়ার পর তার সেই বই হ্যারি পটার আর নিজে “জে কে রওলিং” হতে পারে, তাহলে তোমার জীবনেও একদিন সফলতার সূর্য উঠবেই।
.
যদি চার বছর বয়স পর্যন্ত মুখে বুলি না ফোটা, সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম একজন মানসিক প্রতিবন্ধি শিশু পরবর্তিতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন হতে পারে, তবে “গুড ফর নাথিং” কথাটি তোমার জন্য নয়।
.
যদি ছেলেবেলায় হরমোনের অভাব কিংবা অপুষ্টির স্বীকার সেই ছেলেটি সাফল্যের আকাশ ছোয়া ভিনগ্রহের ফুটবলার লিওনেল মেসি হতে পারে, তাহলে তুমি মেসি না হও কিন্তু তোমার ক্ষেত্রে তুমিই আইকন হতে পার।
.
পেটের ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে ৫০ ডলারে বিক্রি করে দেয়া সেই ব্যক্তিটি , অভাবে যার স্ত্রীও তাকে ছেড়ে দিয়েছিল,, সে যদি আজ সর্বকালের অন্যতম সেরা
অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন হতে পারে, তাহলে “তোমার দ্বারা কিছুই হবেনা” এই কথা একদিন ভুল প্রমাণিত হবেই।
.
পুরো কর্মজীবনে নিজের মাত্র একটা পেইন্টিং বিক্রি করতে পারা একজন পার্ট টাইমার আর্টিস্ট যদি পরবর্তীতে বিখ্যাত মায়েস্ট্রো ভিনসেন্ট ভ্যানগগ হতে পারে, তবে তোমার লাইফেও কিছু একটা হবে।
.
যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া সেই দুর্ভাগা ব্যাক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে, তবে তুমিও একদিন উঠে দাড়াবেই।
.
যদি কালো বলে শেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া সেই ছোটখাট মানুষটি
পরবর্তিতে মহাত্মা গান্ধী হতে পারে, তাহলে তোমার আজকের অপমান একদিন তোমাকেই আইকন বানাবে।
.
যদি নেলসন ম্যান্ডেলা নামক মানুষটি সাতাশ বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর
ফিরে এসে দেশের প্রেসিডেন্ট হতে পারে তাহলে তুমিও একদিন দ্বিগুণ উদ্যমে ফিরে আসতে পার। .
.
দু পায়ে সাত বার সার্জারি করানো সেই ছেলেটি যার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেই পাগলা যদি ফিরে এসে খোড়া পা নিয়ে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মর্তুজা হতে পারে, তবে তুই পাগলা যতবার পরবি ততবারি উঠে দাড়াবি।
.
পারব না আবার কিরে পাগলা? সাহস টা বুকে রাখ ,তুই যেখানে দাড়াবি
সাকসেস সেখান থেকেই শুরু হবে।
Thanks for taking the time and writing this post. The estimate of writing your site post is very good.The simplest language you use when writing articles is appreciated.The information you give will prove to be of great value to me,I hope that. It is our wish that you continue to write great articles in such a future.Thanks for sharing this article. Thank you